পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓ8 দীনবন্ধু-গ্রন্থাবলী রাজসিংহাসন পরিত্যাগ করে, তপস্বিনী হয়েচেন ; আমি তাতে অতিশয় মুখী হয়েচি, কিন্তু বাছ, আমার এক ভিক্ষ, বাছা, তুমি তার সুসার করিলেই কৃতাৰ্থ হই । বিজ । জননি, বোধ করি কামিনী আপনাকে সকল পরিচয় দিয়েচেন । সুর । না বাছ, কামিনী আমায় বিশেষ কিছুই বলেন নি, কিন্তু কামিনীর মৌনভাব, লজ্জা, নম্ৰমুখ, তপস্বিনীর বেশ, আর এই অঙ্গুরী, আমাকে সকল পরিচয় দিয়েচে । বিজ। মা, আমি কামিনীর সুখসম্পাদনে দীক্ষিত হলেম, আপনি যে অনুমতি করবেন, আমার দ্বারায় তৎক্ষণাৎ সম্পাদিত হবে । সুর। বাবা, কামিনী-কমলিনী তোমার হাতে অর্পণ করিচি, তুমি কামিনীকে বনে নে গেলেও নে যেতে পার, বিদেশে নে গেলেও নে যেতে পার, সাগর পারে নে গেলেও নে যেতে পার, কিন্তু বাছা আমার ইচ্ছে এই, তোমার জননীর মত করে তুমি আশ্রমী হও, হয় এই দেশেই বাস কর, নয় তোমার পিতৃপিতামহের দেশে বাস কর, বাছা তুমি যে রত্ন কামিনীকে দান করেচ তোমার জননী কখনই জন্মতপস্বিনী नन | বিজ। মা, আমার মা আশ্রমে থাকতে স্বীকার করেচেন, কিন্তু কোথায় বাস করবেন তার কিছুই স্থির নাই, হয়ত বা এখানেই থাকা হয় । স্বর। তোমার মুখে ফুল চন্দন পড়ুক, বাছ আমি আজ চরিতার্থ হলেম, কামিনীর কল্যাণে তোমা হেন তেজস্পপুঞ্জ তাপসের মা হলেম, এস কামিনীর পড়া শোনসে । উভয়ের প্রস্থান ।