পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীন তপস্বিনী סף কামি। মুলোচনা মা বলতে, এরাও আমাকে মা বলে ডাকে । সুর । ( ঈষৎ হাস্ত্যবদনে ) মেয়ে শ্বশুরবাড়ী গেল, মার বিয়ে হলো না, ও মা কামিনি, তোমার অঙ্গুলে এ অঙ্গুরী এল কোথা হতে, এ যে অমূল্য নিধি—( হস্ত ধারণ করিয়া ) দেখি, দেখি—তোমায় এ অঙ্গরী কে দিলে মা ? আমি যে এ আংটি তপস্বীর হাতে দেখেছিলেম । তপস্বী দিয়েছেন না কি ? চুপ করে রইলে যে বাছা—(স্বগত ) তবে আর বিবাহের বাকি কি ? ( প্রকাশে ) এ তে সাধারণ লোকের আভরণ নয়, তপস্বীর তনয় এমন অঙ্গুরী কোথায় পেলেন ? (অঙ্গুরীয় গ্রহণ করিয়া অবলোকন ) বিজয়ের প্রবেশ স্থর । এস, বাবা এস । বিজ । মা গো, আমি কাল এখানে এসেছিলেম, আপনি রাজবাড়ী গমন করেছিলেন । মুর । বাবা, তা আমি জানতে পেরেচি । বিজ। মা, তোমার কামিনী তাপসের যথেষ্ট অতিথিসৎকার করেছিলেন ; মা, আমি কামিনীর অতিথিসৎকারে পরিতৃপ্ত হইচি । স্থর । বাছ, আমার কামিনী তোমাকে অসুখী করি নি তার প্রমাণ এই ( অঙ্গুরী প্রদর্শন ) । কামি । মা, আমি বালিকদের কাছে যাই । [ ইতি নিঞ্জলস্ত । স্বর। বাছ, তোমার মত স্বপাত্র পাত্রে কন্যা দান কত্তে প্রাণ প্রফুল্ল হয় ; বাছ, কামিনী আমার এক মাত্র সস্তান, কামিনী তোমার দেবতাবাঞ্ছিত রূপ গুণে মোহিত হয়ে, } &