পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

«ήίν' দীনবন্ধু-গ্রন্থাবলী কারণ জিজ্ঞাসা করি—আহা! এত যে তুঃখিনী তোমায় দেখলে তিনি আনন্দে পরিপূর্ণ হবেন ; প্রণয়িনি, তোমার যদ্যপি মত হয় আজি তোমায় লয়ে যেতে পারি ; অধিক দূর নয়, আবার তোমায় বাড়ীতে রেখে যাই । কামি। প্রাণনাথ, তোমার সঙ্গে তোমার জননীকে দেখতে যাব তাতে আবার দূর আর নিকট কি ? পতির হস্ত ধারণ করে সতী অক্লেশে পৃথিবী প্রদক্ষিণ করতে পারে—তুমি বসে, আমি জননীকে জিজ্ঞাসা করে আসি । [ কামিনী প্রস্থিত । বিজ। জননী অামার চিরতুঃখিনী, আমি কত দিন দেখিচি আমার মুখচুম্বন করেন আর তার চক্ষে জল ছল ছল করে, কখন লোকালয় যান না, কারে সঙ্গে কথা কন না, অামায় কাছ ছাড়া করেন না । কামিনীর যে নিৰ্ম্মল চিত্ত, যে মধুর বচন, মা অামার, কামিনীকে দেখে এবং কামিনীর কথা শুনে মোহিত হবেন—ম বলেচেন আমার বয়স হলেই আশ্রমে বাস করবেন। কামিনীর প্রবেশ বল বল বিধুমুথি, শুভ সমাচার, ম্বেতে বিধি দিয়াছেন জননী তোমার ? কামি । মনে করে যাইলাম জিজ্ঞাসিব মায়, মনোভাব রসনায় এল না লজ্জায় । বিজ । কি লাজ মনের ভাব বলিবারে মায় ? কামি । যাই তবে তার কাছে আমি পুনরায় । সুরমার প্রবেশ স্বর। কি বলতে গিয়েছিলে মা কামিনি ? হ্যাম, আমি কি তোমার সতমা, তা আমায় সকল কথা ভয় ভয় করে বলে ?