পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ぬや দীনবন্ধু-গ্রন্থাবলী বিনায়ক এবং মল্লিকের প্রবেশ যোড়ে যে । মল্লি । যার খাই সে ছাড়বে কেন ? ( অঞ্চল বদনে দিয়া হাস্য ) মাল। আ মরি, কি কথার কি জবাব ! বিনা । দেখ ঠাকুরঝি, মল্লিকে আমায় আজ বড় তামাস করেচে, আজ নতুন রকম কেসুর খাইয়েচে ; ওল কেটে কেটে কেসুর প্রস্তুত করে রেখেছিল, আমি ভাই কি জানি তাই গালে দিয়েছিলেম । মল্লি । আমি কাছে বসেছিলেম, গালে দেবার সময় হাত ধল্যেম–তা না ধল্যে এতক্ষণ জগদম্বার মত মুখ হতে । বিনা । তুমি আমায় তামাস কর কি সম্পর্কে ? শালী শালাজেই তামাসা করে, মাগে কোন কালে তামাস করে থাকে ? কেন আমি কি তোমার ছোট বনকে বিয়ে করিচি, না বার করিচি ? মল্লি । বন বিয়ে করা রীতি নাই, বোধ করি বার করেচ । বিনা । তুমি আমায় যে তামাসা কর তুমি ঠিক যেন অামার শালাজ । মল্লি । আমি তোমার কি ? বিনা । তুমি আমার শালাজ । মল্লি । আমি তোমার শালাজ হলেম । বিনা । হলে । মল্লি। তবে তুমি আমার কে হলে ? বল, বল,—নীরব হলে কেন ? মাল। উনি তোমার ঠাকুরঝির ভাতার হলেন । বিনা। ঠাকুরঝির ভাতার হলে মল্লিকের সঙ্গে তোমার চুলোচুলি হবে।