পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SS$ দীনবন্ধু-গ্রন্থাবলী অভিমানে ভোগবতী নদীতে ডুবে মরেচেন। এমন ঘটনা অনেক ঘটেচে সে জন্য মহারাজের কাতর হওয়া উচিত নয়। গুরু । মহারাজের পুণ্যের সংসার, এই সংসারে কি স্ত্রীহত্যা সম্ভব হয় ? বিশেষ স্বগীয় রাণীরে অতি ধৰ্ম্মশীল, র্তাহারা এমন কৰ্ম্ম কখনই করিতে পারেন না । মাধ। গুরুপুত্র মহাশয়ের মুখখানি বাজীকরের ঝুলি—ফু উড়ে যা কাজলে আকু হ, ফু উড়ে যা সিউলি পাত হ— আপনি সে দিন বলেচেন নিষ্ঠুর রাজমাতা এবং নির্দয়। ছোট রাণী ধৰ্ম্মশীলা পতিপরায়ণ বড় রাণীকে বিনাশ করে বাড়ীতে পুতে রেখেচে, আজ বলচেন স্বগীয় রাণীরে ধৰ্ম্মশীলা— রাজা । ( দীর্ঘনিশ্বাস ) জগদীশ্বর ! প্রথম পণ্ডিত । মাধব ! এমন কথা মুখে এন না । দ্বিতীয় পণ্ডিত। মহারাজ, মাধব অমূলক কথা কিছুই বলে নি, সকল লোকে বলে থাকে আপনার গার্ভিণী বড় রাণীকে বধ করে বাড়ীতে পুতে রেখেচেন । রাজা । হে সভাসদগণ, আমি রাজকাৰ্য্য পরিহারপূর্বক কল্য বনে গমন করবে, এক্ষণে আমি যাহা ব্যক্ত করবে। তাহ। স্বরূপ । আমি বড় রাণীকে অতিশয় যন্ত্রণ দিয়েছিলেম, আমি তাহার যৎপরোনাস্তি অপমান করেছিলেম, আমি বিমূঢ় কাপুরুষের ন্যায় তাহার বিমল সতীত্ব স্ফটিককুম্ভে অঙ্ক প্রদানে প্রবৃত্ত হয়েছিলেম, সেই জন্যই তিনি রাজসিংহাসন পরিত্যাগ করে আত্মহত্যার উপায় করলেন । যদ্যপিও বড় রাণীকে আমি কিম্বা অপর কেহ বধ করে নি, কিন্তু স্ত্রীহত্য , পুত্রহত্যার যে পাতক তাহ আমার সম্পূর্ণ হয়েছে। বড় রাণী বাড়ীতেও মরেন নি, বনে গিয়েও মরেন নি । তার প্রেরিত পত্রী আমি পাঠ করি সভাস্থ লোক শ্রবণ কর । ( সুবর্ণকেীট হইতে পত্র গ্রহণপূর্বক পাঠ ) ।