পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনবন্ধু-গ্রন্থাবলী هند খাতি পেয়ে মারা যাবে, ও মা ! রাত পোয়ালি যে তু কাটা চালের খরচ, না খাতি পেয়ে মরবো, আরে পোড়া কপাল, আরে পোড়া কপাল, গোডার নীলি কল্পে কি ? আঁ্য ! অ্যা ! সাধু। ঐ ক বিঘা জমির ভরসাতেই থাক, তাই যদি গ্যালো, তবে আর এখানে থেকে করবে। কি। আর যে দুই এক বিঘা নোনা ফেনী অাছে, তাতে তো ফলন নাই, আর নীলের জমিতে লাঙ্গল থাকবে, তা কারকিতী বা কখন করবো । তুই কাদিস নে, কাল হাল গরু বেচে গার মুখে ব্যাট মেরে বসন্ত বাবুর জমিদারিতে পালয়ে যাব। ক্ষেত্রমণি ও রেবতীর জল লইয়া প্রবেশ জল খা, জল খাঁ, ভয় কি, জীব দিয়েচে যে, আহার দেবে সে । তা তুই আমিনকে কি বল্যে এলি । রাই । মুই বলবো কি, জমিতি দাগ মারতি নাগলো, মোর বুকি যান বিদে কাটি পুড়য়ে দিতি নাগলো। মুই পায় ধল্লাম, ট্যাক দিতে চালাম, তা কিছুই শোনলে না। বলে, যা তোর বড় বাবুর কাছে যা, তোর বাবার কাছে যা, মুই ফোজত্বরি করবো বলে সেসয়ে এইচি। (আমিনকে দূরে দেখিয়া ) ঐ দ্যাখ শালা আসচে, প্যায়দা সঙ্গে কর্যে এনেচে, কুটি ধর্যে নিয়ে যাবে। আমিন এবং দুই জন পেয়াদার প্রবেশ আমিন। বাদ, রেয়ে শালাকে বাদ । পেয়াদাদ্বয় দ্বারা রাইচরণের বন্ধন রেবতী । ও মা ই কি, হ্যাগ বাদে ক্যান । কি সৰ্ব্বনাশ,