পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

}o দীনবন্ধু-গ্রন্থাবলী হইয়াছিল। মধুসূদনই এই জাতীয় প্রহসন রচনার পথপ্রদর্শক। বঙ্কিমচন্দ্রের মতে— “বিয়েপাগল বুড়ো”ও জীবিত ব্যক্তিকে লক্ষ্য করিয়া লিথিত হইয়াছিল। বঙ্কিমচন্দ্র আরও বলিয়াছেন, “‘সধবার একাদশী’ ‘বিয়েপাগলা বুড়ো’র পরে প্রকাশিত হইয়াছিল, কিন্তু উহ। তৎপুর্বে লিখিত হইয়াছিল।” কিন্তু আমাদের মতে সধবার একাদশী’কে আরও পরিণত রচনা বলিয়া মনে হয় । কলিকাতার চোরবাগানে লক্ষ্মীনারায়ণ দত্তের বাড়ীতে ১৮৭২ খ্ৰীষ্টাব্দে পুজার সময় সম্ভবতঃ বিয়েপাগল বুড়ো'র সৰ্ব্বপ্রথম অভিনয় হয়। ন্যাশনাল থিয়েটার ১৮৭৩ খ্ৰীষ্টাব্দের ১৫ই জানুয়ারি ইহার অভিনয় করেন । সুবিখ্যাত অৰ্দ্ধেন্দুশেখর মুস্তফী রাজীবের ভূমিকায় অবতীর্ণ হইয়া এই চরিত্রটিকে সজীব করিয়া তুলিয়াছিলেন।