পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

So দীনবন্ধু-গ্রন্থাবলী আন্দোলন কত্তে চাই নে, দেখ দেখি আপনিই “বুড়ে হাবড়া” বলে ফেল্যেম । নেপথ্যে আমাদের কিছু চাল ডাল দেন, আমরা স্থানাস্তরে পাক করে খাইগে, আমরা নিঃসম্বল, চাল ডাল দিয়ে আমাদের রক্ষা করুন, আমরা দিবসে চিড়ে খেয়ে রইচি । রাজী। দূর হ ব্যাটার, দূর হ এখান থেকে—অতিথি বলে আসেন তার পর চুরি করে সর্বস্ব লয়ে যান। নেপথ্যে। আপনার বোধ করি কখন কিছু চুরি হয় নি। রাজী। হোক না হোক তোর বাবার কি, পাজী ব্যাটার, গোচর ব্যাটার । নেপথ্যে । নরপ্রেত, এই সন্ধ্যার সময় ব্রাহ্মণ দুটোকে কিঞ্চিৎ অন্নদান কত্ত্বে পাল্যে না। চল অপর কোন বাড়ী যাওয়া যাক । রাজী । রামমণি বড় সন্তুষ্ট হয়েচে, কনক বাবুকে জমি চারখান ছেড়ে দেওয়াতে সকলেই সন্তুষ্ট হয়েচে, এখন কনক বাবু আমাকে সন্তুষ্ট করেন তবেই সকলের সন্তোষ, নইলে ঘর দরোজায় আগুন লাগাবো । কনক রায় তেমন লোক নয়, একটি মেয়ে স্থির করবেই, ক্ষমতা কত, মান কেমন, কনকের প্রতাপে বাঘে গোরুতে এক ঘাটে জল খায় । ( দরোজায় আঘাত ) ঠক্‌, ঠক্‌, ठैद्, রাত্রিদিনই ঠক্‌, ठेक्-( দরোজায় আঘাত ) আবার ঠক্ ঠক্‌, কচ্চিই ঠক্ ঠক্‌ (দরোজায় আঘাত ) কে— ও, কথা কয় না কেবল ঠক্ ঠক্‌ (দরোজায় আঘাত ) দরোজাট ভেঙ্গে ফেল্যে, কে ও, রামমণিকে ডাকবে না কি ? গিয়েচে ব্যাটার ; রত ব্যাটা আমার পরমশত্ৰু, ব্যাটারে কি করে শাসিত করি তার কিছু উপায় দেখি নে । নেপথ্যে। রাজীবলোচন মুখোপাধ্যায় মহাশয় আলয়ে