পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনবন্ধু-গ্রন্থাবলী و این ভুবন । (স্বগত) আমাদের ভাত পচিয়েচ, আমাদের একঘরে করেচ–( প্রকাশে ) ক চড় মাত্তে হবে ? রতা । তিন চড় । ভুবন । (গণনা করে চপেটাঘাত ) এক—দুই—তিন— চার—পী— প্রথম । মোর কেন । রত। হোক, তবে সাতটা হোক । ভুবন । এই পাচ—এই ছয়—এই সাত । রত। কেমন মহাশয় লাগচে ? রাজী । চপেটাঘাতে পিট ফুলে উঠেচে ও তার উপরে মাচ্চে, আমি কিছুই বোধ কত্তে পাচ্চি নে । রত। মূল মন্ত্র ভিন্ন বিষ যায় ন—(মন্ত্র পাঠ ) এলো চুলে বেনেবউ আলতা দিয়ে পায়। নোলোক নাকে, কলসী কঁাকে, জল আনতে যায় ॥ জাচোল বয়ে, উঠলে গিয়ে, হলুদে সেপো ব্যাং । ঘুমের ঘোরে, কামড়ে ধরে, তার একটা ঠ্যাং ॥ তাইতে সতী, গর্ভবতী, পতি লাইকে ঘরে । হায় যুবতী, মৌনবতী, বাক্য নাহি সরে ॥ দৈবযোগে, অম্বুরাগে, সাপের ওঝা যায় । হেঁসে হেঁসে, কেশে কেশে, তার পানেতে চায় ॥ কুলের নারী, বলতে নারি, পেটে দিলে হাত। ওঝার কোলে, বিলের জলে, কল্যে গর্ভপাত ॥ হাত পা হলো বেঙ্গের মত মামুষের মত গা । গলা হলো হাড়গিলের মত, শুয়োরের মত ই ॥ মা পালালো, বাপ, পালালে, রইলো কচি থোকা । কচ ৰচিয়ে চিৰিয়ে খেলে দশটা স্তরোপোকা । ঘোড়া কেরো পুড়িয়ে খেলে কেঁচো দিয়ে তাতে । আঙ্গুলে ধল্পে কেউটে দুটো, গকুরো ধল্পে দাতে ॥