পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२br দীনবন্ধু-গ্রন্থাবলী রত। সে বোতলটা কই ? নসি । এই যে । রত। ( বোতল গ্রহণ করিয়া ) ব্যাটাকে এই আরকটি খাইয়ে যাব । ভুবন । কিসের আরক ? রত। এতে ভাটপাতার রস আছে; শিউলিপাতার রস আছে, বুড়ো গোরুর চোন আছে, ভ্যাণ্ডার তেল আছে, প্যাজ রমুনের রস আছে, কুইনাইন আছে, লবণ আছে ; এর নাম “নরামৃত” । লরামৃত কল্যে পান । সশরীরে স্বর্গে যান ॥ নরামৃতের সহস্র গুণ— বাসি পেটে বাজ বউ নরামৃত খায় । সাত ছেলে, পায় কোলে, পতি পড়ে পায় ॥ ভুবন । হরে শুড়ির দোকান থেকে একটু মদ দিলে হ’ত । রত। আমি সে মত করেছিলেম, নসি বল্যে বুড়োর ধৰ্ম্ম নষ্ট হবে। নসি । চুপ কর, আসচে । রাজীব এবং প্রতিবাসিদ্বয়ের প্রবেশ রত। হস্তের বন্ধন খুলে দেন, আমি নরামৃত খাওয়াই । দ্বিতীয় । ( হস্তের বন্ধন খুলিয়া) তোমার বাপের সেই আরেক বটে ? রতা । আজ্ঞা হ্যা—( রাজীবের গালে আরক ঢালিয়া দেওন ) । রাজী । ও রামমণি—ওয়াঃ কি খাওয়ালে—ও রামমণি,