পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিয়েপাগল বুড়ে ২৯ ওরে জল নিয়ে আয়, গন্ধ দেখ, ওয়াঃ ওয়াঃ মলেম ; ও রামমণি ওরে নেবুর পাতা নিয়ে আয়—ওয়াঃ । প্রথম । ও বড় মাতববর ঔষধি, উটি উদরে ধারণ করে রাখুন। রাজী ও মা গেলেম, আমার সাপের কামড় যে ভাল ছিল—ওয়াঃ—আমার মরা যে ভাল ছিল—গন্ধে মরে গেলেম, নাড়ী উঠলো—ওয়াঃ ওয়াঃ । রত। নিৰ্ব্ব্যাধি হয়েচেন, ঔষধ বেশ ধরেচে । রামমণির প্রবেশ বাড়ীর ভিতর লয়ে যাও—রাত্রিতে কিছু আহার দেবে না, ছুই তিন বার দাস্ত হলেই মঙ্গল, বিষ একেবারে অন্তর্ধান করবে। ( রামমণি, রাজীবের এক দিকে, অপর সকলের অপর দিকে প্রস্থান ) তৃতীয় গর্ভস্ক রাজীব মুখোপাধ্যায়ের রসুই-ঘরের রোয়াক রামমণি ও গৌরমণির প্রবেশ রাম। টাকায় না হয় কি ? টাকা নিয়ে মেয়ে মেচোবাজারে বেচ তে পারে, বুড়ে বরকে দিতে পারে না ? গেীর । আমার বোধ হয়, ও পাড়ার ছোড়ারা, মিছেমিছি সম্বন্ধ করেচে ; মেয়ে টেয়ে সব মিথ্যে । রাম। আমি গয়লাবউকে কনক বাবুর কাছে পাঠিয়েছিলেম, তিনি বল্যেন বৃদ্ধ ব্রাহ্মণ মুন্নি করবে, তাইতে