পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\లిg দীনবন্ধু-গ্রন্থাবলী সুশী । বেশ তো বিয়ে করেন তোমাদেরই ভাল, তোমরা তিন বৎসর মাতৃহীন হয়েচ আবার মা পাবে। - গেীর । তুমি যাকে বিয়ে করে আনবে সেই আমাদের মা হবে, বাবা যাকে বিয়ে করে আনবেন সে ছোট লোকের মেয়ে, সে কি আমাদের স্থল দেবে, না আমাদের স্নেহ করবে ! সুশী । তোমরা নিশ্চিন্ত থাক, ঠাকুরদাদার কখনই বিয়ে হবে ন— পেচোর মার প্রবেশ এই তোমাদের মা এয়েচে—কেমন পেচোর মা তুই মাসিমাদের মা হতে এইচিস না ? পেচে। মোর তো ইচ্ছে ; বুড়ে যে মোরে দেক্লি কেমড়ে খাতি আসে । গৌর। ও মা পোড়ারমুখে মাগী বলে কি ! রাম। পাগলের কথায় তুই আবার কথা কচ্চিস । সুশী । ও পেচোর মা, তুই বুড়ো বামুনকে বিয়ে করবি ? পেচে । মুই তো আজি আচি, বুড়ে যে আজি হয় না। গেীর । মাগী বুঝি পাগল হয়েচে—হঁ্যাল পেচোর ম৷ তুই যে ডুমনি, বামনের ছেলেরে বিয়ে করবি কেমন করে ? ' পেচে। ডুমনি বামনিতি তপাতটা কি ? তোমরাও প্যাট্‌ জ্বলে উটুলি খাতি চাও, মোরাও প্যাটু জ্বলে উটুলি খাতি চাই ; তোমরাও গালাগালি দিলি আগ কর, মৈারাও গালাগালি দিলি আগ করি ; তোমার বাবা মরিলেও বুকি বঁাশ, মুই মলিও বুকি বঁাশ ; তানারও দাত পড়েচে, মোরও দাত পড়েচে, তবে মুই কোম হলাম কিসি ? রাম। আ বিট পাগলি, বামুনের মর্যাদা জান না— বাবার গলায় একগাছ দড়ি আছে দেখ নি ?