পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Rやう দীনবন্ধু-গ্রন্থাবলী আগে বলে নাই, আমি একজন বলবান নাপিত আনতেম, না হয় এর জন্যে এক বিঘা ব্ৰহ্মত্র জমি যেতো । ঘট । সামান্য বিষয় লয়ে আপনারা গোল কচোন কেন । নাপিত মুখের দিক ধরুক, আমরা দুই জন পায়ের দিকে ধরি, বিবাহের স্থানে লয়ে যাই । রাজী । এ কথা ভাল, এ কথা ভাল—(চিত হইয়া শয়ন করিয়া ) ধর, ধর । বৈকু। আজ্ঞা হা এরূপ হতে পারে (বৈকুণ্ঠ মস্তকের দিকে, ঘটক এবং দাদা পায়ের দিকে ধরিয়া উঠায়ন ) গুরু মহাশয়, গুরু মহাশয়, তোমার পড়ে উড়ে যায়, বাশবাগানে বিয়েবাড়ী বেগুনপোড়া খায় । ( সকলের প্রস্থান ) দ্বিতীয় গর্ভাঙ্ক বাগানের আটচালার অপর এক কামর বাসরঘর রতা নাপ তের কনের বেশে আসীন, কেশব এবং ভুবনের নারীবেশে প্রবেশ ভুব। রতন এই বেলা ভাল করে বস, ব্যাটা আসচে। কেশ । যে ছোড়া জুটিয়েচিস্ গোল করে ফ্যালবে এখন। রত। না হে ওরা সব খুব চতুর, এত ক্ষণ দেখলে ত কেমন উলু দিলে শাক বাজালে । কেশ । ও ছোড়া কে, যে বুড়োর মাথায় এক কলসী গোবর-গোল ঢেলে দিলে ? - রত। ও ছোড়া আমাদের স্কুলে পড়ে, ওকে একদিন