পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

lo দীনবন্ধু-গ্রন্থাবলী তাহার সহানুভূতিও অতিশয় তীব্র । বিস্ময় এবং বিশেষ প্রশংসার কথা এই যে, সকল শ্রেণীর লোকের সঙ্গেই র্তাহার তীব্র সহানুভূতি । গরিব দুঃখীর দুঃখের মৰ্ম্ম বুঝিতে এমন আর কাহকে দেখি না। তাই দীনবন্ধ আমন একটা তোরাপ কি রাইচরণ, একট। আধুরী কি রেবতী লিখিতে পারিয়াছিলেন । কিন্তু ঠাণ্ডার এই তীব্র সহানুভূতি কেবল গরিব দুঃখীর সঙ্গে নহে ; ইহা সৰ্ব্বব্যাপী । তিনি নিজে পবিত্ৰচরিত্র ছিলেন, কিন্তু ৫-চরিত্রের দুঃখ বুঝিতে পারিতেন । দীনবন্ধর পবিত্রতার ভান ছিল মা । এই বিশ্বব্যাপী সহানুভূতির গুণেই হউক বা দোষেই হউক, তিনি সৰ্ব্বস্থানে ঘাইতেন, শুদ্ধাত্ম পাপায় সকল শ্রেণীর লোকের সঙ্গে মিশিতেন । কিন্তু অগ্নিমধ্যস্থ অদাহ্য শিলার হ্যায় পাপাগ্নিকুণ্ডেও আপনার বিশুদ্ধি রক্ষা করিতেন । নিজে এই প্রকার পবিত্ৰচেতা হইয়াও সহানুভূতি শক্তির গুণে তিনি পাপিষ্ঠের দুঃখ পাপিষ্ঠের স্থায় বুঝিতে পারিতেন। তিনি নিমৰ্চাদ দত্তের দ্যায় বিশুদ-জীবন-সুখ বিফলীকৃতশিক্ষা, মৈরাঃ)পীড়িত মস্কপের দুঃখ বুঝিতে পারিতেন, বিবাহ বিষয়ে ভগ্নমনোরথ রাজীব মুখোপাধ্যায়ের দুঃখ বুঝিতে পারিতেন, গোপীনাথের স্তায় নীলকরের আজ্ঞাবৰ্ত্তিতার যন্ত্রণ বুঝিতে পারিতেন —‘বঙ্কিম-রচনাবলী’, ‘বিবিধ”, পৃ. ৮৮-৮৯ । ‘সধবার একাদশী’ ১৮৬৬ খ্রীষ্টাব্দে প্রথম প্রকাশিত হয়। দীনবন্ধুর জীবিতকালে ইহার একাধিক সংস্করণ হইয়াছিল । আমরা প্রথম সংস্করণ কুত্রাপি সংগ্ৰহ করিতে পারি নাই । ১৯২৭ সংবতে প্রকাশিত দ্বিতীয় সংস্করণের পাঠই আদর্শ করিয়াছি। ১৮৬৮ খ্ৰীষ্টাব্দে সপ্তমী পূজার রাত্রিতে বাগবাজারের প্রাণকৃষ্ণ হালদারের বাড়ীতে ‘সধবার একাদশী’ সর্বপ্রথম বাগবাজার অ্যামেচার থিয়েটার কর্তৃক অভিনীত হয় । এই সখের দলের ইহাই প্রথম অভিনয় । এই দলে নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, গিরিশচন্দ্র ঘোষ, রাধামাধব কর, অৰ্দ্ধেন্দুশেখর মুস্তফী প্রভৃতি প্রসিদ্ধ ব্যক্তিরা ছিলেন । এই থিয়েটারই পরবত্তী কালে