পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সধবার একাদশী ఫి নকু। অটল, কাঞ্চনের সঙ্গে একটু সম্ভাষণ কর । অট । কাঞ্চন, তুমি ভাল আছ ? নিম । দূর ব্যাট বন্ধেশ্বর-তোকে একটু মদ দিতে বলেচে--- অট। তা আমি বুঝতে পারি নি—(এক গেলাস শ্যাম্পেন কাঞ্চনের হস্তে দান ) কাঞ্চ । তুমি আগে খাও । অট । তুমি প্রসাদ করে দাও । কাঞ্চ । ( কিঞ্চিৎ পান করিয়া ) এই নাও । অট। কেমন নকুল বাবু এইটুক খাই তা নইলে কাঞ্চনের অপমান হয় । (মদ্যপান) নিম । তুই ব্যাট পাজির ধাড়ী, তখন পিতৃআজ্ঞা লঙ্ঘন কল্লি, এখন অনায়াসে বেশ্যার উচ্ছিষ্ট খেলি—তোর সঙ্গে যদি আর কথা কই কাঞ্চন যেন আমার মাগ হয় । নকু। আমরা তবে সরে দাড়াই । নিম । অফর কল্যে না খেলে যে কত অপমান বাঞ্চৎ কিছু বোঝে না, পাজি, চাস, ক্যাডো ভরাস । অট । নিমৰ্চাদ তুই রাগ করিস নে ভাই, তোর অনুরোধে একটু খাচ্চি । făn Amendo Honorable—to colātāsē wis দেখি । (মদ্য দান) অট । (মদ্য পান করিয়া) দেখ ভাই, সব থেইচি । নিম । উত্তম বালক । অট। আমার মাতাট রুণু ঝুণু কচ্চে । কাঞ্চ । রস আমি তোমার মাতায় একটু গোলাপজল দিয়ে দিই ( অটলের মস্তকে গোলাপজল দান )। নিম । দেখ বাব যেন গঙ্গা যমুনা একত্র হয়ে এলাহাবাদ হয়ে পড়ে না ।