পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সধবার একাদশী ^(t অট । কারণ আমার টাকার কমি নেই—আমার শু্যাম্পেন কিনবের ক্ষমতা আছে—যাদের টাকা নাই, যারা ধেনে খেয়ে মরে, তার গিয়ে নাম লেখাক । - জীব । তোমার অবশ্য নাম লেখাতে হবে । অট । তা হ’লে আমি বেহ্ম সভায়ও নাম লেখাব । জীব । ত| লেখাস্ । অট। গোকুল বাবু, ধরে বেঁধে পীরিত আর ঘষেমেজে রূপ কখনই হয় না । গোকু । উনি তোমার পিতা, ওঁর স্বমুখে এরূপ কথা বলচে । অট । তিলটি পড়লে তালটি পড়ে, ঘাটালেই বলতে হয় । জীব । গোকুল বাবুর হোসে তোমাকে যেতে হবে। আট । আমি ত রোজই সে দিকে যাই । গোকু ! তোমাকে প্রত্যহ দশটার সময় আমার হোসে যেতে হবে, আমি তোমাকে হোসের কাজ শেখাব। - অট। আমি রোজ রোজ যেতে পারবে না, যে দিন অবসর পাব সেই দিন যাব । জীব । তোর আবার অবসর কি ? তোর জালায় আমি কি আত্মহত্যা হবে । অট । এই উনি নাকে কঁাদেন । জীব। দেখ, অটল তুই যদি গোকুল বাবু যা বলে তা না শুনিস, আমি নিশ্চয় গলায় দড়ি দেব । অট । দ্যাও, তেরাত্রে শ্রাদ্ধ করবো | জীব। দেখলে গোকুল বাবু, গুওটার কথা দেখলে। গোকুল বাবু, তুমি ওকে কখন ছাড়বে ন—ওকে তোমায় দিলেম, তুমি মারো, কাটো, ফঁাসি দাও, তোমার মু খুসি তাই কর । ”