পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সধবার একাদশী 8S কেন । একটি আদটি ঠাকুর হ'লে খপ ক’রে বলা যায়, তেত্রিশ কোটির কথা এক দিনে বলা যায় না—জানি কি, যদি দুটো একটা রাখবের মত হয় ? - নিম । ঘটিরাম ডেপুটি হাজির ? ঘটিরাম ডেপুটি হাজির ?— কেন । দেখ অটল, তোমার বাড়ীতে হাকিমের অপমান হচ্চে, তুমি কিন্তু জবাবদিহিতে পড়বে। নিম । ওরে ব্যাট, এটা কলকাতা, মপোস্বাল নয়—তুই তে ঘটিরাম, বিলাতে গেলে তোর বড় হাকিমদের নিয়ে কি তামাস করে দেখিচিস ? না দেখে থাকিস, ভ্যানিটি ফেয়ার পড়,গে, কালেক্‌টার অফ বগলিওয়ালাকে কেমন ঘটিরম করেছিল দেখতে পাবি । কেন । আমাদের সকলে মান্য করে, ভয় করে, সেলাম করে, তুই মুই কলে আমাদের মৰ্ম্মান্তিক হয়— নিম । কেবলা, মহাশয়, জনাব, হুজুর, ধৰ্ম্ম অবতার, হাকিম, রায় বাহাদুর, বিচার আজ্ঞা হয়— কেন । আপনি কি হয়েছেন ? নিম । তোমার ফলসানির আসামী । কেন । অটল, ফ্যালসানি কারে বলে জান ? ভোলা। রেপ সার, রেপ সার, আই সার, নে সার। নিম । (এক গেলাস মদ্য লইয়া) “Wine is the fountain of thought ; and The more we drink, the more we think.” বাবা, যদি সাইন কত্তে চাও তবে মদটী ধর । কেনা। মদ খেলে লোকে আমায় নিন্দে করবে, এখন সকলেই আমাকে শিষ্ট শান্ত বলে, আমি ব্রাগ বটে, কিন্তু হিন্দুদের মন রক্ষার জন্য ঠাকুর দেখতে গিয়ে ঝনাৎ করে টাকা ফেলে দিয়ে প্রণাম করি—