পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ গর্ভাঙ্ক চিতপুর রোড। গোকুল বাবুর বৈটকখান। জীবনচন্দ্র, গোকুলচন্দ্র এবং বৈদিক আসীন বৈদি। অটল বাবু গেলেন কোথায় ? গোকু । আঁাচাচ্চে । জীব। গোকুল বাবু, ক্রমে ক্রমে কি সৰ্ব্বনাশ হয়ে উঠ লো—আবাগের ব্যাটা মদ না খেলে আর আহার কন্তে পারে না—এখন ওরে মদ ছাড়তেই বা বলি কেমন করে ? শেষ কালে কি একটা বেয়ারাম হয়ে বস্বে ? গোকু । আপনি বুঝি ওদের কথায় ভুলে গিয়েছেন—মদ ছাড়লে শরীর অসুস্থ হয় কে বলেছে ? আমি সহস্ৰ সহস্ৰ দৃষ্টান্ত দেখাতে পারি, মদ ছেড়ে কোন অসুখ হয় নি, বরং শরীর সুস্থ হয়েছে। গাজাখে৷রের বলে, গাজী ছাড়লে বেয়ারাম হয়, মাতালের বলে, মদ ছাড়লে কিছু খাওয়া যায়.না। আপনি যদি একটু শাসিত করেন, তা হলে মদ ছাড়াবার চেষ্টা কর। যায় । বৈদি । আমি যে প্রস্তাব করলেম, তাই কিয়ৎকাল করে দেখুন—আপনার দুই স্ত্রীপুরুষে এবং অটল এবং অটলের কায়স্থিনী কিছু দিন কাশীতে গিয়ে বাস করুন—আমিও আপনাদের সমভিব্যাহারে থাকবো । গোকু। এ পরামর্শ মন্দ নয়—তা হলে ওর শোধরাবার সস্তাবনা—সৰ্ব্বদা কাছে কাছে রাখবেন । অটল এবং কেনারামের প্রবেশ জীব। আচ্ছা অটল, তুই একবার ভেবে দেখ দেখি, এই কেনারাম বাবু কেমন শিষ্ট, কেমন শাস্ত, দেখে চক্ষু জুড়োয়— কেমন কাজকৰ্ম্ম কচ্চে, দশ জনকে প্রতিপালন কচ্চে ।