পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সধৰ৷র একাদশী «ግ কেন । আপনার বিজ্ঞ, পিতৃতুল্য, আপনাদের যদি মাস্ক না করবে, আপনাদের যদি কথা না শুনবো, তবে আমাদের লেখা পড়ার ফল কি ? অট। ঘটিরাম ডেপুটির মুখে যে খোই ফুট্‌চে। জীব । কেনারাম বাবু কি মদ খান ? কেন । আমি কি এমনি কুলাঙ্গার, মদ খেয়ে চোঁদ পুরুষ মরকস্থ করবো ? বিশেষ মদ খেলে কৰ্ত্তারা দুঃখিত হবেন, তাহাদের মনে কি দুঃখ দেওয়া সভ্যতার কাজ ? অট । আঙ্গুলে করে খেলে ক পুরুষ নরকস্থ হয় ? কেন । অটল বাবু বুদ্ধিমান, আপনি যা বলবেন, উনি তাই শুনবেন—কি বলেন অটল বাৰু ? জীব। অটল,"আমি তোর বাপ, বাপের কথা অমান্য করিস নে—আমি তোকে বলচি, তুই শপথ করে বল, আমার পায় হাত দিয়ে দিবির কর, আর মদ খাবি নে । অট । আমার যদি মদ ত্যাগ করবের ক্ষমত থকৃতে, ত| হলে আমি আপনার আজ্ঞা লঙ্ঘন কত্তেম ন—মদে আমার সংস্কার হয়েছে, এখন মদ ত্যাগ কল্যেই আমার যক্ষমাকাশ হবে, আঠারো দিনের মধ্যে মরে যাব, তোমার আর নাই, অঁাটকুড়ে। হয়ে থাকবে । জীব। ঐ শোন গোকুল বাবু, ওর গৰ্ব্বধারিণীর কাছে ঐরুপ বলে, আর সে কঁদতে থাকে । গোকু। বাপু, পিতামাতাকে প্রবঞ্চনা কত্তে নাই—কার মুখে শুনেছ, মদ ছাড়লে যক্ষম হয় ? মদেতে বরং যক্ষম জন্মাতে পারে । - কেন । আমি মহাশয়, ঐ ভয়েতে মদের কাছে যাই না, মদ খেয়ে যদি অল্প বয়সে মরে যাই, তা হলে প্রোমোসানও পাব ন, মানুষ মানষেস্থাও কত্তে পারবে না, ব্রাহ্মণ পণ্ডিতকে দু টাকা দিতেও পারবো না ।