পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१४” দীনবন্ধু-গ্রন্থাবলী নিম । তুই কেন বল্লি নে, তোমার মাগটিকে দাও, কাঞ্চনকে ছেড়ে দিচ্চি । অট । আমি তা বলতেম, কেবল বাবা ছিলেন বলে রেয়াং করিছি, বাবা আবার অসভ্য ভাব বেন । নিম। গোকুলের মাগকে দেখিছিস্ । অট । এমন সুন্দরী তুই কখন দেখিস নি, ঠিক যেন ইহুদির মেয়ে। আমার রীত খারাপ বলে আমার স্বমুখে আসে না, তা নইলে গোকুলের মাতায় হাত বুলাতেম । নিম । বয়স কত ? অট। সতের কি আঠার আমার স্ত্রীর চাইতে মাসকতকের বড় । নিম । সুড়ঙ্গ কাটতে পাল্যে ব্যাটার বাঘের ঘরে ঘোগের বাসা করি । অট । গোকুল বাবুর মাগ, যদি বেরয়ে আসে, তা হলে আমি কাঞ্চনকে ছেড়ে দিই । নিম । তের বীপকে এ কথা বলবো না কি ? অট । মাইরি আমি যথার্থ বলচি, কাঞ্চনের বড় অহঙ্কার হয়েছে, তা হলে এক বার দেখাই । তাকে বার করবের এক ফিকির অাছে । - নিম । গৃহস্থের মেয়ে বার করবের মতলব কর না বাব, ইহকাল পরকাল তুই যাবে, আমার কথা শোনে, গোকলে ব্যাটাকে ধরে একদিন খুব করে চাব কে দাও, কাঞ্চনকে না রাখ, ' তোমার মেগের কাছে যাও— অট । তুই তবে তোর মেগের কাছে যা । fan Thou stickest a dagger in me. *ěst for গালাগালিই তুই দিলি । অট । কাল আমাদের বাড়ীর ভিতর মেয়ে কবি হবে, একটা দ্বিতীয় বিয়ে আছে, গোকুল বাবুদের বাড়ীর মেয়ের সব