পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সধবার একাদশী দেখচেন —মদ কি ছাড়বো ; আমি ছাড়তে পারি বাবা, ও আমায় ছাড়ে কই ? সে কালে ভূতে পেতে, এখন মদে পায়-- ডাক ওজা, ডাক ওজ, ঝাড় য়ে আমার মদ ছড়িয়ে দেক —আমি সুরধনী সভায় নাম লেখাব, কারে কথা শুনবে না ; সভাপতি খুড়ে মদের গঙ্গাময়র, গঙ্গাময়র ভূত ছাড়াতে পারে, সভাপতি খুড়ো মদ ছাড়াতে পারে—বাব, ভূতের ওজ আপনি সব খেয়ে বলে ভূতে খেয়ে গিয়েছে ; দেখ বাবা, তুমি আপনি খেয়ে যেন আমাদের দোষ দিও না । এত কালের পর সভায় নাম লেখাব ? গোকুল বাবু হবে ? ব্যাট পাজি, নচ্ছার, অসভ্য, নির্দয়, সে দিন দরওয়ান দিয়ে আমাকে বাড়ী হতে বার করে দিয়েছে – ( গাত্রোথান করিয়া মেজের উপর মুষ্ট্যাঘাত ) এর পরিশোধ দেবো তবে ছাড়বে! —তোমার সদর দরজ বন্ধ থাকবে, তোমার অন্দরে ঢুকবো—শালা মাগমুখে । বাঞ্চৎ কলেজের নাম ডুবুলে, মদ খেতে চায় না—অটল আমার আস্তাবলের বদর, অটলের মাতায় কাটাল ভেঙ্গে এত মজা কচ্চি । বড় কাক। ব্যাটা জব্দ হয়েচে, এখন গোকুলো ব্যাটাকে জব্দ করবের উপায় কি ? মল্লযুদ্ধ করবো, কি বলে ? বটে ত । অটলের প্রবেশ আট । কাঞ্চন কেমন নেমোখারাম দেখলি, অrমায় না বলে চলে গেছে, আমি কি করবো তাই ভাব চি ৷ নকুল বাবুকে আমি জানতেম ভাল মানুষ, এখন বোধ হচ্চে উনি লম্পট । নিম । লম্পটের মানে জান ? অট । গোকুল বাবু যে আমার উপর চটা, তা নইলে নকুল বাবুকে জব্দ কত্তে পাত্তেম । নিম । গোকূলে ব্যাট ভারি পাজি । অট । আমায় কাঞ্চনকে ছেড়ে দিতে বলেন । $९