পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক প্রথম গর্ভাঙ্ক স্ত্রীরামপুর নদেরচাদের বৈটকখানা মঙ্গেরচান এবং হেমৰ্চাদের প্রবেশ নদে। দেখাবি ? হেম । দেখাব ৷ নদে । দেখাবি ? হেম । দেখাব । নদে। দেখাবি ? হেম । দেখাব । নদে । তিন সত্যি কল্যে, এখন না দেখাও নরকে পচে মরবে। হেম । কিন্তু ভাই দেখা মাত্র । নদে। তুমি ত দেখাও তার পর আমার চকের গুণ থাকে সফল হব, তবু গুলি খেয়ে বসে গেচে । হেম । গুলির দোষ দাও কেন ভাই, তোমার বার মেসে বস চক্—আর যা কর তা কর দাদা নেমৌখারামিটে কর না। নদে । ললিত বাবু তার যে বাহারের কথা বল্যে । হেম। কোথায় ? নদে । সিদ্ধেশ্বরের কাছে । সিদ্ধেশ্বর যে বড় বন্ধু, সিদ্ধেশ্বরের মাগ যে ললিতের সঙ্গে কথা কয়। ললিত কোথাকার কে তারে মাগ দেখাতে পাল্যেন, আর আমরা এক বাড়ীর ছেলে বল্যেও হয়, সে দিকে তাকালে মাথা কেটে ফেলেন । হেম । ও হ্ল ব্যাটাই বয়াটে । তুমি যারে দেখতে চাচ্চে। সিদ্ধেশ্বর তারে দেখেছে ।