পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবর্তী Ø ጳ শার। ভাগগিস সই যখন ছিল তখন অমন কথা বলে নি—সই বা কি না জানে। ছি, ছি, ছি—কোন কথা বল্যে কি হয় তা জানেন না তাই অমন করে বলেন ! নদে সৰ্ব্বনেশেই সৰ্ব্বনাশ কল্যে । [ বাক্স গুছাইয়া শারদাসুন্দরীর প্রস্থাল । দ্বিতীয় গর্ভাঙ্ক কাশীপুর—লীলাবতীর পড়িবার ঘর । শ্ৰীনাথ, নদেরটাল এবং হেমৰ্চাদের প্রবেশ । শ্রীন । এই চেয়ারে নদেরচাদ বসো—এই চেয়ারে হেমৰ্চাদ বসে।—আমি লীলাবতীকে আনতে বলি । [ শ্রীনাথের প্রস্থান । হেম । ঘরটি বেশ সাজিয়েছে ত—মেজেটিতে মাজুর মোড়, দ্বারের কাছে পাপোষ পাত, মেহগেনি কাঠের মেজটি, ঝাড় বুটে কাটা মেজের চাদর, ক্লিওপ্যাটরা কোচ, চেয়ার কখানি মন্দ নয় । নদে। ও কি দেখচিস্ ছাই—আমাকে যা শিখিয়ে দিয়েছিল তা আমি সব ভুলে গিইচি, এখনি সব আসবে, আমি কিছুই জিজ্ঞাসা কত্তে পারবে না, কিছু বক্তৃতাও কত্তে পারবে না । হেম । এর মধ্যে ভুলে গেলি—কাল যে সমস্ত দিন মুখস্থ করিচিস । নদে । আমার সব উল্টা হয়ে যাচ্চে । হেম । তা যাক, আসলে কম ন৷ পড়লেই হলো । নদে । কি বলে পড়া জিজ্ঞাসা কত্তে হবে ? হেম । অয়ি হরিণলোচনে । তুমি কি পড়ে ? o -