পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনবন্ধু-গ্রন্থাবলী مb& নদে। হ্যা হ্যা মনে হয়েচে ; তোর আর বলতে হবে না। আপদ চুকে গেলে র্বাচি, ভয় হচ্চে পাছে অপ্রতিভ হয়ে পড়ি । হেম । কেন তুই মুক্তিমণ্ডপে খুব ত কইতে পারিস, অনেকক্ষণ বক্তৃতাও কত্তে পারিস । নদে । সে যে আপন কোটে পাই চি ড়ে কুটে খাই, তাতে আবার ভিকস সহায় হন—তাইতে নাক দে মুখ দে বক্তৃত। বার হয় । w হেম । বমির মত । - নদে । আমাকে যদি একা এই ঘরে লীলাবতীর সঙ্গে রাখে, তা হলে আমি খুব রসিকতা কত্তে পারি, বিদ্যারও পরিচয় দিতে পারি । হেম । তোমার কাছে কাটের পুতুল ডরিয়ে উঠে, এ ত একটা জীব । নদে । বাহবা বাহবা বেশ বলিচিস্—কি বলবো হাসতে পেলেম না, পরের বাড়ী—এ কথা মুক্তিমণ্ডপে হলে সাত রংএর হাসি বার কত্তেম আর তোকে চিরযৌবনী করবের জন্তে এক এক পাত্ৰ পাচ ইয়ারে পান কত্তেম । হেম । এই ত তোর মুখ খুলে গেছে। নদে । খুলবে না ত কি নইচে বন্দ হয়ে থাকবে । আমি তে। আর মুখচোরা নই—হরিণের কি বলে পড়া জিজ্ঞাসা কত্তে হবে ? বল, বল, আসচে— হেম । “আয় আয়” না, না, হয় নি— নদে। ঐ দেখ, তুইও ভুলে গিইচিস । * হেম । ভুলবো কেন ? “অয়ি হরিণলোচনে ! তুমি কি পড় ?” নদে । ঠিক হয়েচে ।