পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবতী جون ললি । নদেরচাদ বাবুকে কথায় কেউ ঠকাতে পারে না । তৃতী, প্রতি । ভাল ছেলের লক্ষণ এই, ছিচ কাস্থনের মত প্যান প্যান করে কাদে না, সকল কথা গায় পেতে নিয়ে জবাব দেয় । - নদে । কথা ত কথা, জল গায় পেতে নিইচি—একদিন এক জায়গায় বল্যে “তোমার গায় জল দিই” অামি ওমনি গ পেতে দিলুম আর হুড় হুড় করে জল ঢেলে দিলে। তৃতী, প্রতি । কিল, কথা, জল, সব গায় পেতে লওয়া डाहक्क । নদে। হেমৰ্চাদ মারলে বলে আমি কি ফিরয়ে মাত্তে পারি ? তা হলে আপনার আমাকে যে পাগল বলতেন আর ঐ ভাল মানষের মেয়ে যে আজ ব্যায়জে কাল আমার মাগ হবে, ও যে আমার গায় থুতু দিত। হেমৰ্চাদ আমার দাদা হয় তাইতে কিছু বল্যেম না, জ্যেষ্ঠভ্রাতা সম পিতা । তৃতী, প্রতি । বয়সের বড় বোনাই বাবার ধাক্কা ! ৮ নদেরটাদের অজ্ঞাতে শ্ৰীনাথের প্রবেশ এবং সিন্দুর মাখা হস্তে নদেরটাদের চক্ষু আবরণ। সিদ্ধে । নদেরচাদ বাবু বল দেখি কে ? ললি । এইবার চতুরতা বোঝা যাবে। নদে । বলবো বলবো—( চিন্তা ) মামা । শ্রীন । তোমার বনের ননদের ছেলের । ( চক্ষু ছাড়িয়া উপবেশন, সকলের হাস্ত ) - নদে । এই বুঝি সভ্য মেয়ে, এত লোকের সুমুখে হাসি ? লীলা । (লজ্জাবনতমুখী ) চতু, প্রতি । আইবুড়ে মেয়ের হাসি মাপ কত্তে হয় । নদে । আমি রাগ করচি নে আমি কৰ্ত্তার সঙ্গে এ কথা