পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭8 দীনবন্ধু-গ্রন্থাবলী প্রথম । তুই মিনসে এমন হেবলো— তোরাপ। ভাল মানসির ছাবাল—মুই কথায় জানতি পেরিছি—পরাণে চাচা, মোরে কাদে কত্তি পারিস, মুই ঝরকা দিয়ে ওরে পুছ করি ওর বাড়ী কনে— প্রথম । তুই যে নেড়ে । তোরাপ। তবে তুই মোর কাদে উটে দ্যাক্‌—( বসিয়া ) ওট–(কান্ধে উঠন ) দ্যাল ধরিস, ঝরকার কাছে মুখ নিয়ে যা—( গোপীনাথকে দূরে দেখিয়া ) চাচা লাব, চাচা লাব, গুপে মুমিন্দি আসচে। ( প্রথম রাইয়তের ভূমিতে পতন ) গোপীনাথ ও রামকান্ত হস্তে করিয়া রোগ সাহেবের প্রবেশ তৃতীয় । দেওয়ানজি মশাই, এই ঘরডার মধ্যি ভূত আছে। এত বেল কালতি নেগেলে । গোপী । তুই যদি যেমন শিখাইয়া দেই তেমনি না বলিস্ তবে তুই ওমনি ভূত হবি । ( জনাস্তিকে রোগের প্রতি ) মজুমদারের বিষয় এরা জানিয়াছে, এ কুটিতে আর রাখা নয়। ও ঘরে রাখাই অবিধি হইয়াছিল। রোগ। ও কথা পরে শোনা যাবে । নারাজ আছে কে, কোন বজাত নষ্ট ? ( পায়ের শব্দ ) গোপী । এরা সব দোরস্ত হয়েছে। এই নেড়ে বেটা ভারি হারামজাদা, বলে নেমকহারামি করিতে পারিব না। তোরাপ। (স্বগত) বাবা রে! যে নাদুন, অ্যাকন তো নাজি হই, ত্যাকন ঝ। জানি তা করবো । ( প্রকাশে ) দোই সাহেবের, মুইও সোদা হইচি। - রোগ। চপরাও, শূয়ারকি বাচ্চ । রামকান্ত বড় মিষ্টি আছে । ( রামকাস্তাঘাত এবং পায়ের গুতা )