পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীল-দৰ্পণ HI তোরাপ। আল্লা। মা গো গ্যালাম, পরাণে চাচ, এটুটু জল দে, মুই পানি তিসেয় মলাম, বাবা, বাবা, বাবা— রোগ। তোর মুখে পেসাব করে দেবে না ? ( জুতার গুত ) তোরাপ। মোরে ঝ বলব। মুই তাই করবে—দোই সাহেবের, দোই সাহেবের, খোদার কসম । রোগ। বাঞ্চতের হারামজাকি ছেড়েছে । আজ রাত্রে সব চালান দেবে। মুক্তিয়ারকে লেখ, সাক্ষ্য আদায় না হোলে কেউ বাইরে যেতে না পায় । পেস্কার সঙ্গে যাবে—( তৃতীয় রাইয়তের প্রতি ) তোম রোতা হায় কাহে ? ( পায়ের গু'তা) তৃতীয়। বউ তুই কনে রে, মোরে খুন কর্যে ফ্যালালে, মা রে, বউ রে, মা রে, মেলে রে, মেলে রে (ভূমিতে চিত হইয়া পতন ) । রোগ। বাঞ্চৎ বাউরা হায় । রোগের প্রস্থান গোপী । কেমন তোরাপ প্যাজ পয়জার দুই তো হলো । তোরাপ। দেওয়ানজি মশাই, মোরে এট, পানি দিয়ে বঁাচাও, মুই মলাম । গোপী । বাবা নীলের গুদাম, ভাবরার ঘর, ঘামও ছোটে জলও খাওয়ায় । আয় তোরা সকলে আয়, তোদের একবার জল খাইয়ে আনি । সকলের প্রস্থান