পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবতী b^రి অনেক স্থানে ভ্রমণ করেন, আমার দাদারে কোথাও দেখেচেন ? আমার দাদা দ্বাদশ বৎসর অতীত হলো বিবাগী হয়েচেন । হ্যাগ। র্তার সঙ্গে কি আপনাদের কখন সাক্ষাৎ হয় নি ? ওগো অামার দাদার বিরহে আমাদের সোনার সংসার ছারখার হয়ে যাচ্চে, আমাদের বউ জীবন্মত্যু হয়ে রয়েচেন, আমার বাবা নিরাশ্বাস হয়ে পুষ্ঠ্যিপুত্র নিচ্চেন। আপনার যদি দাদার সংবাদ বলে দিতে পারেন বাবা আপনাদের হাজার টাকা পারিতোষিক দেবেন, অামাদের বউ তার গলায় মুক্তার হার দান করবেন। যজ্ঞে । না মা আমরা তাকে কোথাও দেখি নি, কিন্তু আমরা পরমেশ্বরের নিকটে প্রার্থনা করি তিনি ত্বরায় বাড়ীতে ফিরে আসুন । চট্টোপাধ্যায় মহাশয় পুষ্যিপুত্র নিতে এত ব্যস্ত হয়েচেন কেন ? আর কিছু কাল অপেক্ষা করে পুষিপুত্র লওয়া কৰ্ত্তব্য । লীলা । আপনার যদি বাবার কাছে গিয়ে তাকে বুঝয়ে বলেন তবে তিনি পুষ্ঠ্যিপুত্র লওয়া রহিত কত্তে পারেন, তিনি আমাদের কথা শোনেন না, বলেন অপেক্ষা কত্তে কত্তে আমার প্রাণ বার হয়ে যাবে, তার পর পুস্থিাপুত্রও লওয়া হবে না পূৰ্ব্বপুরুষের নামও থাকবে না । . যজ্ঞে । আচ্ছা মা আমরা তোমাদের বাড়ী যাব, তোমার পিতাকে বিশেষ করে বুঝয়ে পুষ্ঠ্যিপুত্র লওয়া রহিত করবো । লীলা । আহা জগদীশ্বর নাকি তা করবেন। শার। ওগো পুষিপুত্র লওয়া রহিত হলে দুটি প্রাণ রক্ষা হয়— লীলা । সই চলে আমরা যাই । [ ষজ্ঞেশ্বর এবং যোগজীবন ব্যতীত সকলের প্রস্থান । যোগ । তুমি যদি কৌশল করে এক মাস রাখতে পার, নিশ্চয় তুমি পারিতোষিকটি পাবে। তোমাকে আমি একটি