পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবতী } 8 ఫి একজন দাসীর প্রবেশ । দাসী । পণ্ডিত মশাইকে বাড়ীর ভিতর ডাক্‌চে । হর । লীলা কেমন আছে রে ? দাসী । তার বড় গার জালা হয়েচে । { দাসীর প্রস্থান । পণ্ডি । লীলা কি অসুস্থ হয়েছেন ? হর । গত কল্য সিদ্ধেশ্বরের একখান লিপি পড়তে পড়তে সরদিগরমি হয়ে অচৈতন্য হয়ে পড়েছিলেন, সেই অবধি গ গরম হয়ে রয়েছে, আর অতিশয় ক্ষীণ হয়েছেন । পণ্ডি । আমি একবার দেখে আসি । হর । আসুন—অপর ছেলে পোষ্যপুত্র নিতে হলে ললিতের সঙ্গে লীলাবতীর বিবাহ ঘটতে পারে এ কথাটা ব্যক্ত করবেন না, কারণ তা হলে ললিত এর মধ্যে বাড়ী আসবে ন-ললিত যদি এখন বাড়ী অাসে অামি তাকে কোলে করে গল। ধরে কেঁদে পোষ্যপুত্র কত্তে পারি। পণ্ডি । এই ব্যাপার আশঙ্কা করেই ত ললিত স্থানান্তরিত হয়েছে । পণ্ডিতের প্রস্থান । তর । আহা, এত অাশা সব বিফল হলো—ললিতকে পোষ্যপুত্র করার আর কোন উপায় দেখি নে। এত দিন পরে কুলক্ষয়টা হবে ?—কুলীনের ঘরে এমন কুপাত্র কখন দেখি নি—দেক ব্যাটাকে জেলে পুরে । কোথায় বাড়বে না কমে চল্যেম—যে কাল পড়েছে, আর বাড়া অার কমা—যায় যাবে কুল, আমার লীলা ত পরম সুখী হবে, ললিত ত আমার যে স্নেহের পাত্র সেই স্নেহের পাত্র থাকবে—তবে ললিতের আশা ছাড়তে হলো—নদেরচাদ কুপাত্র বিবেচনা হয়, লীলার বিবাহ অন্য সুপাত্রের সহিত দেওয়া যাবে, ললিত যদি আসে তাকে আমি পোষ্যপুত্র করবে, কখনই ছাড়বে না । [ প্রস্থান ।