পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনবন্ধু-গ্রন্থাবলী ماه نه পণ্ডি । যদি নদেরচাদের মেয়াদ হয় তা হলেও কি তাকে কন্যা দান করবেন ? হর। কুলীনের ছেলের কখন মেয়াদ হয় ? ভূপাল বন্দ্যোপাধ্যায়ের কুলে কখন কলঙ্ক হতে পারে ? পণ্ডি । ভবিষ্যতে কি ঘটবে তার বিচার অগ্রে করিবার আবশ্বকতা নাই—ব্রহ্মচারী এসেছিলেন ? হর । সেটা ভণ্ড, কি বলে কি হয়, অকারণ আমাকে এক মাস নিরস্ত করে রাখলে, এই বিলম্বের জন্যেই ললিত হাতছাড়া হলো—শুভ কৰ্ম্মে বিলম্ব কত্তে নাই । অার এক মাস থাকতে বলচে—আমি বলে দিইচি ভণ্ড ব্যাটাকে আর বাড়ীতে না আসতে দেয় । পণ্ডি । এক্ষণে কাজে কাজেই নিরস্ত হতে হবে— হর । কেন ? পণ্ডি । ললিতের সন্ধান অদ্যাপি পাওয়া গেল না, আর আমার বোধ হয় পোষ্যপুত্রের গোলযোগ শেষ না হলেও তার সন্ধান পাওয়া যাবে না । হর । আমি মনস্থ করিছি আর একটি বালককে পোষ্যপুত্র করবো, ললিতের কোন মতে ইচ্ছা নয় আমার পোষ্যপুত্র হয়। পণ্ডি । তার পর ললিতের সহিত লীলার বিবাহ দেবেন ? হর । তা আপনারা জানেন, আমি পোষ্যপুত্রটি লওয়া হলে জন্মের মত আমার জন্মস্থান কাশীতে গিয়ে বাস করব, তার পর আপনার যা খুসি তাই করবেন—ললিতের সঙ্গে লীলার ৰিবাহ দিয়ে কুলক্ষয় করে যদি আপনার সন্তুষ্ট হন তাই করবেন—ললিতের অনুরোধে সহস্ৰ অধৰ্ম্ম করিচি, না হয় আর একটা হবে— পণ্ডি । বংশজে কুহিতা প্রদান কল্যে অধৰ্ম্ম ঘটে না । হর। ঘটে কি না ঘটে তা আমার জানবের অধিকার নাই, কারণ আমি সংসার ত্যাগ করা কল্পনা করিছি।