পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবতী Sg|లీ লীলা। দাদা, ভাই, রাত্রদিন বয়ের কাছে আছেন, একবারও বাইরে যান না, স্নান করেন না, যে কাপড় পরে এসেছিলেন তাই পরে আছেন, বলেন ব্রাহ্মণ-ভোজন না করয়ে ব্রহ্মচারীর বেশ ত্যাগ করবো না । শার। বউ বার বৎসরের পর দাদাকে পেয়েচেন, তাই এক দগুও ছেড়ে দিতে চান না । লীলা । বউ প্রথম দিন যেমন প্রফুল্ল হয়েছিলেন, তেমনটি আর নাই, তার পর দিন সকাল বেল বিরস বদন দেখলেম, হাসি নাই, আহলাদ নাই, আমার বিয়ের কথা একবারও বল্লেন না— হয়তো দাদার সঙ্গে ঝকড়া হয়েচে । শার । দাদা যে আমুদে লোক, বউকে যে ভাল বাসেন, দাদা কি কখন বয়ের সঙ্গে ঝকড়া করেন ? লীলা । দাদা তো খুব আমোদ কচ্চেন, বউকে কথায় কথায় তামাসা কচ্চেন, কিন্তু বউ ভাই কেমন কেমন হয়েচেন, দাদার উপর যেন বিরক্ত বিরক্ত বোধ হচ্চে—হয় তো ললিতের সঙ্গে আমার বিয়ে দিতে দাদা অমত প্রকাশ করেচেন । শার । তুই আপদ জড়য়ে নিয়ে আসিস—অমন বুদ্ধিমান ভাই, উনি কখন ললিতের সঙ্গে তোর বিয়ে দিতে অমত করেন ? তোর কথায় কথায় আতঙ্গ, ললিতের সঙ্গে তোর বিয়ে হলে, আমি বঁাচি–তুই এখন ঝোপে ঝোপে বাগ দেখচিস । লীল। ললিত হয় তো আমায় ভুলে গিয়েছে—আমি যদি ললিতকে ভাল না বাসতেম তা হলে হয় তো ললিতের সঙ্গে আমার বিয়ে হতো । শার । তোকে দেখ চি ঘরে রাখা ভার হলে—তুই কাশী যা— লীলা । ( গীত ) “তোমার কোন তীর্থ কাশীধাম, সৰ তীর্থ সয়ের নাম, ত্রিকোটি তীর্থ সন্ধের শ্ৰীচরণ” হ, হা, হা, কি বলে সই—