পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8br দীনবন্ধু-গ্রন্থাবলী হেম । পুষ্যি পুত্র নিবারণ করবের জন্য আর নদেরচাদকে বঞ্চিত করবের জন্য ষড়যন্ত্র করে এই জাল অরবিন্দকে বাড়ী আনা হয়েছে, ললিত, সিদ্ধেশ্বর আর তোমাদের বউ এ ষড়যন্ত্রের মধ্যে প্রধান । শার । ৰালাই, এমন কথা মুখে এন না, এ কি কখন বিশ্বাস হয় ? বউ সতীত্বের আধার, ললিত সিদ্ধেশ্বর ধৰ্ম্মের চূড়া, এদের দিয়ে কি এমন কাজ হতে পারে ? হেম । আমার ত কিছু মাত্র বিশ্বাস হয় না, বিশেষ যখন কেবল নদেরচাদের মুখ দিয়ে এ কথা ব্যক্ত হয়েচে । শার । নদেরচাদ বলেছে ত তবেই হয়েছে । হেম । কিন্তু জাল অরবিন্দ যে ঘরে রয়েছে তার ত কোন সন্দেহ নাই । শার । ও মা তাই ত । হেম । যে অরবিন্দ এখন এসেছেন ইনিই আসল, এর গা খোলা, দাড়ি নাই, ইনি বানারস কলেজে কিছু দিন শিক্ষক ছিলেন, কৰ্ত্তা বিলক্ষণ চিস্তে পেরেছেন । শার। নদেরচাদ কেমন করে জানতে পারলে, আসল অরবিন্দ এসেছেন ? হেম । ললিত সিদ্ধেশ্বরের সঙ্গে অরবিন্দ বাবুর কাশীতে সাক্ষাৎ হয়, তার দ্বাদশ বৎসর পূর্ণ হওয়ায় তিনি কে তা তাদের কাছে বলেন, তার পর বড় আহলাদে কাল তার তিন জন সিদ্ধেশ্বরের বাড়ীতে আসেন, সেখানে শুনলেন এক জাল অরবিন্দ এসেছে, এ শুনে অরবিন্দ বাবু কাশী ফিরে যাচ্চিলেন, ললিত সিদ্ধেশ্বর অনেক যুত্নে তাকে রেখেছেন । নদেরচাদ এই সংবাদ শুনে তার মোক্তারের সঙ্গে পরামর্শ করে ললিতকে বিপদগ্ৰস্ত করবের উপায় করেছে । পুলিসের ইনিস্পেক্টারদের অনেক টাকা দিয়েছে । শার । মামাশ্বশুর এর ভিতর আছেন ?