পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবতী S&S) এল একবার ক্রোড়ে লতে পেলেম না—হ ব্রাহ্মণি ! তুমি স্বর্গে বসে আমার তুর্গতি দেখচো—তুমি একবার এস, তোমার অরবিন্দ বনবাসী হয়, ধরে রাখ—( বোদন ) যোগ । পিত। আপনি রোদন সম্বরণ করুন—কিঞ্চিৎ অপেক্ষা করুন, আপনার প্রাণাধিক অরবিন্দকে নিষ্কলঙ্কে আপনার অঙ্কে প্রদান করে গমন করবে—যে অরবিন্দের জীবন রক্ষা হেতু আমি ক্ষুধা পিপাস। পরিত্যাগ করিছি, গিরিগুহায়, পৰ্ব্বতশৃঙ্গে, নিবিড় অরণ্য মধ্যে, জনশূন্য নদীর কুলে, সমুদ্রের বালির উপরে, বাস করিছি, খণ্ডগিরি ধামে যে অরবিন্দ পীড়িত হলে ক্রোড়ে করে দিবাযামিনী রোদন করিছি, সেবা শুশ্রীষা দ্বারা যে অরবিন্দকে মৃত্যুর গ্রাস হতে কেড়ে লইচি, সে অরবিন্দ আমার বুদ্ধির ভ্রমে কখনই মনস্তাপ পাবে না । আমি কে তা আপনার কেউ জানেন না, আমিও এতক্ষণ, অরবিন্দ কেমন কৃতজ্ঞ, ললিত কেমন বিজ্ঞ, আর নদেরচাদ কেমন পাজি, জানবের জন্ত, তাহ প্রকাশ করি নি—অামার মনস্কামনা সিদ্ধি হয়েছে—আর আমার ব্রহ্মচারীর বেশে প্রয়োজন কি—আমার পাকা দাড়িও কৃত্রিম, র্কাচ দাড়িও কৃত্রিম—অামি স্ত্রীলোক, পুরুষ নই— ( ভিতরকার শাড়ী ব্যতীত সমুদায় অঙ্গৰরণ, শ্মশ্র, জট পরিত্যাগ ) পণ্ডি । মলিন হয়েছেন তবু বাছার কি লাবণ্যের জ্যোতি, যেন জনকনন্দিনী অশোকবন হতে বার হলেন—আপনি কে মা ? হর । উনি ক্ষত্রিয়াণীর মেয়ে, আমি যখন সপরিবারে কাশী হতে বাড়ী আসি উনি মেয়েদের সঙ্গে এসেছিলেন, ওঁর নাম চাপ । অর। চাপা তুমি আমার জন্তে এত ক্লেশ পেয়েছ । ভোলা । আপনার যখন ব্রহ্মচারীর বেশ ছিল, তখন আপনাকে পিতা বলিচি, এখন আপনি মেয়ের বেশ ধারণ করেছেন, এখন আপনাকে মাতা সম্বোধন করি ।