পাতা:দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রেমিকে প্রেমিকে
৯৯

 প্রহরী ক্ষণকাল অবাক্ হইয়া রহিল; পরে বলিল, “সে কি?”।

বি। এই কথা দুর্গস্থ সকলেই জানে; আমরাও শুনিয়াছি।

 প্রহরী আহ্লাদে পরিপূর্ণ হইয়া কহিল, “জান্! আজ তুমি আমাকে বড়লােক করিলে; আমি এখনই গিয়া সেনাপতিকে বলিয়া আসি; এমন জরুরি খবর দিলে শিরােপা পাইব, তুমি এইখানে বসো, আমি শীঘ্র আসিতেছি।”

 প্রহরীর মনে বিমলার প্রতি তিলার্ধ সন্দেহ ছিল না!

 বিমলা বলিলেন, “তুমি আসিবে ত?”

প্র। আসিব বই কি, এই অসিলাম।
বি। আমাকে ভুলিবে না?
প্র। না—না।
বি। দেখ, মাথা খাও।

 “চিন্তা কি?” বলিয়া প্রহরী উৰ্দ্ধশ্বাসে দৌড়িয়া গেল।

 যেই প্রহরী অদৃশ্য হইল, অমনি বিমলাও উঠিয়া পলাইলেন। ওস্মানের কথা যথার্থ, “বিমলার কটাক্ষকেই ভয়।”