পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । কাল ভাল নয়, ছেলেপেলে সব মূর্থ হ’লো ; আমি আর সংসার চালাতে পাচ্ছি না ; ভাই হে, এক্ষণে যার যার ভিন্ন হ'য়ে খাওয়াই ভাল ।” এই কথা শুনিয়া, দুর্গানাথ যেন বজাহত । হইলেন এবং নীরবে ক্ৰন্দন করিতে লাগিলেন । কালীনাথ। ওহে, আমি সব জানি । ছোট বধূর নামে পাঁচ হাজার টাকা লগ্নী ক’রেছ : শ্বশুরের দেশে আরও পাঁচ হাজার টাকার তালুক কিনেছ ! তোমার ভাবনা কি ? তুমি কাজ গুছিয়ে ব’সেছ ; এক্ষণে নবাবের মত চলবে ; আর কপট কান্না কেঁদ না । তোমার স্বভাবের বিরুদ্ধে নানা কথা শুনছি ; তুমি আমাদের অনেক টাকা নষ্ট করেছ। দুর্গানাথ । দাদা ! পাঁচ হাজার টাকা লগ্নী ; শ্বশুরের দেশে সম্পত্তি ! চরিত্র-চীনতা ! অপবায় ! সে কি কথা ! তাহা ত স্বপ্নেও জানি না : দাদা ! আমি বুঝেছি, আপনি বড় বউএর মুখে শুনেছেন ;—সব মিথ্যা ; ইহার এক বিন্দুও সত্য নয় । কালীনাথ ! যাও, তোমার বেশী কথা শুনতে চাইন ; বড় বউ মিথ্যা কথা বলিবার লোক নন। ভাই হে, আজ থেকে ভিন্ন খাও । গোলমালের দরকার কি ? দুর্গানাথ নীরব রহিলেন । মহামায়া স্বামীকে বলিল দেখলে ; তুমি যেইমাত্র ভিন্ন হওয়ার কথা বলেছ, অমনি স্বীকার ; এখন দেখ, সব সত্য, কি মিথ্যা ? - কালীনাথ । না, তোমার কথা মিথ্যা হবে কেন ? δ 2 ώ