পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । লোকেই তাহদের প্রশংসা করিতেছে । আজ কাল লোকের মতি গতি যেরূপ কলুষিত, তাহাতে নূতন প্রাণের সঞ্চার ন৷ হইলে, এ দেশের আর কল্যাণের আশা কি ! আপনারা কি মহাপ্রভুর শিষ্য ? নারায়ণ । কলির জীবের হরিনাম ভিন্ন আর গতি নাই । দেখ, সেই পবিত্র নামের অমৃত ধারায়, মরু-হৃদয়েও যে, ভক্তি-কুসুমাস্কুর দেখা যাইতেছে, এটি শুভলক্ষণ বটে । হরিনাম প্রচারই আমাদের জীবনের ব্রত ; আমরা মহাপ্ৰভু হইতে ভিন্ন নই। হরিই আমাদের সাধ্য, আমরা হরির সাধক ; হরিই আমাদের সেব্য, আমরা হরির সেবক । আমাদের মুগ্ধ, ভ্রান্ত ও নিদ্রিত ভারত-সন্তানগণ ও সেইরূপ হউন, ইহাই আমাদের অভিলাষ ; তাহার স্বেচ্ছাচারিত পরিত্যাগ করুন, ইহাই আমাদের আকাঙক্ষ । অনন্তর নারায়ণ আহারান্তে শয়ন করিয়া, এদেশের ভূত, ভবিষ্যৎ ও বর্তমান, প্রশান্ত ভাবে চিন্তা করিতে লাগিলেন । দিব অবসান হইল । নারদ ও গণেশ হরি সঙ্কীর্তন হইতে গৃহে প্রত্যাগমন করিলেন এবং হস্তপদাদি ধাবন ও মুখ প্রক্ষালন পূর্বক, সন্ধ্য বন্দনাদি সমাপন করিলেন। নারায়ণ বলিলেন, বৎস! তোমরা এ দেশের কল্যাণকামনায়, অসাধারণ পরিশ্রম করিতেছ, এজন্য তোমাদিগকে ধন্যবাদ প্রদান করি । তোমরা সহায় না হইলে, আমার উদ্দেশ্য সম্যক সিদ্ধ হওয়া অসম্ভব। নারদ মুনি উত্তর করিলেন,

R&