পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । দুঃখে বুক ফাটিয়া যায় ! ভারত-সন্তানগণের দুৰ্গতি আর দর্শন করিতে পারি না। এ অভিনব দেশের অভিনব নর-নারীচরিত্র-দর্শনে, বিস্ময়-সাগরে নিমগ্ন হইয়াছি । দেখিতেছি,— মনুষ্য-কুলের মধ্যে কেহ বা দানবের ন্যায় ষণ্ড ও ধৰ্ম্ম-জ্ঞান শূন্য ; কেহ বা ব্যাস্ত্রের ন্যায় হিংস্র ও ভয়ঙ্কর ; কেহ বা সপের স্যায় কুর ; কেহ বা উই আর ইদুরের স্যায় সমাজের গুপ্তশত্রু ; কেহ বা বোলতা ও মক্ষিকার ন্যায় দুৰ্ম্ম,খ ; কেহ বা বৃষের স্তায় ক্রোধী ও কামুক ; কেহ বা হরিণের ন্যায় চঞ্চল ; কেহ বা শৃগালের ন্যায় ধূৰ্ত্ত ও ভীরু ; কেহ বা কুকুরের স্যায় স্বজাতিদ্রোহী ; কেহ বা ভল্লুকের ন্যায় নিষ্ঠুর ; কিন্তু সিংহের ন্যায় উদার, হস্তীর ন্যায় গম্ভীর, বায়সের ন্যায় স্বজাতি-প্রিয় ঐখং গোজাতির ন্যায় পরমোপকারী মানব অতি অল্পই দৃষ্ট হয়। যদি মনুষ্যগণ, নিকৃষ্ট পশু-প্রকৃতি হইতেই বিমুক্ত হইতে না পারিল, তবে আর তাহারা সুন্দর লাঙ্গুল-রত্ন-লাভে বঞ্চিত হয় কেন ? আর স্রষ্টাই বা এরূপ মানবকে বাকশক্তি ও চিন্তাশক্তি হইতে বঞ্চিত না করেন কেন ? . নারায়ণ এইরূপ চিন্তা করিতেছেন, এমন সময়ে দেখিলেন, রামনাথ, রামকান্ত, শিবানন্দ প্রভৃতি সাত আট জন ক্ষুদ্র ক্ষুদ্র গ্রাম্য দেবতা রায় মহাশয়ের বাটীতে সমবেত হইল রামকান্ত বলিল, “রামচরণ ত মোকদ্দমা রুজু করিয়া আসিল ।” রায় মহাশয় উত্তর করিলেন, “আচ্ছা বেশ হয়েছে ; শমন জারির কাৰ্য্যটি পিয়নের সঙ্গে বন্দোবস্ত করিয়া, গোপনে চালাইতে ➢8ፃ