পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

cलबुलच्न अछिनव कृiब्र७-मर्थन ! ২ । উপাসনা-পদ্ধতি । নারায়ণ দেখিলেন, একজন ব্রাহ্মণ সন্ধ্য পাঠের জন্য এক পুষ্করিণীর ধারে উপবিষ্ট আছেন ; তিনি মন্ত্রোচ্চারণ করিতে করিতে চতুর্দিক দৃষ্টিপাত করিতেছেন। ইতিমধ্যে এক “কাক” শোল মৎস্তের "পোনা” তাহার দৃষ্টি গোচর হইল ; অমনি তিনি তাহার পুত্রকে ডাকিলেন, “খোক, শীঘ্ৰ একখানি কাপড় নিয়ে আয়” । খোক আসিল ; পিতা পুত্রে “পোনা" গুলি ধরিল ; খোক "পোনাগুলি” লইয়া বাড়ী গেল ; ব্রাহ্মণ পুনরায় সন্ধ্যাপাঠ করিতে লাগিলেন। অনন্তর নারায়ণ কিয়দর অগ্রসর হইলেন ; দেখিলেন, একজন ব্যবসায়ী, “হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ,” বলিতে বলিতে হরিনামের মালা জপ করিতেছে । ইতিমধ্যে এক ব্যক্তি কাপড় ক্রয় করিতে আসিল । ক্রেতা জিজ্ঞাসা করিল, “পাল মহাশয়, এই কাপড় জোড় কত হইবে’ ? পাল মহাশয় উত্তর করিল, “তুই টাকা সাড়ে সাত আন” । “কুণ্ডু মহাশয়দের দোকানে নয় সিকায়ই পাওয়া যায়”, এই বলিয়া ক্রেতা চলিয়া যাইতে লাগিল। পাল মহাশয় বলিল, “লও, তোমরা চিরকেলে খরিদার, নয় সিকায়ই দিলাম”। নারায়ণ বুঝিতে পারিলেন, তবু কপট উপাসক, ক্রেত হইতে চারিটি পয়সা অতিরিক্ত লইল । নারায়ণ ক্ষুণ্ণমনে আরও কিয়দূর অগ্রসর হইলেন ; দেখিলেন, এক উপাসনা-মন্দিরে, কতিপয় মানব বিশেষ ఆt