পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । করে ; বুদ্ধিমান বালক অন্যদিকে প্রেরিত হয়। পৌরহিত্যের দক্ষিণ অতিসামান্য,—এই হেতু, প্রায়ই ক্রিয়া-জ্ঞানহীন পুরোহিতের আবির্ভাব হইতেছে। হায় ! ইহা সমাজের পক্ষে, গৌরবের বিষয় নহে। লোকে, বিলাসিতার তুষ্টি সাধনের জন্য, অকাতরে অর্থ ব্যয় করে, কিন্তু তাহারা পুরোহিতগণকে ব্ৰতাদির উপযুক্ত দক্ষিণ প্রদান করিতে, কাতরতা প্রকাশ করে। যদি দেশ-হিতৈষি-ব্যক্তিগণ, গ্রাম্যপুরোহিতগণের প্রতি কৃপা দৃষ্টি করেন, তবে সমাজের সজীবতা বহুল পরিমাণে বৃদ্ধি পাইতে পারে । পুরোহিতগণের অভাব পুর্ণ হইলে, শাস্ত্রজ্ঞ পুরোহিত গ্রামে গ্রামে অবশুই বিরাজ করিবেন।’ ১১ । গ্রাম্য চিকিৎসক । নারায়ণ গ্রাম্য পুরোহিতগণের অধঃপতন দর্শনে যেরূপ দুঃখিত হইলেন, গ্রাম্য চিকিৎসকগণের তুর্দশ দর্শনেও, তেমনই হতাশ হইলেন। অতঃপর, এই চিন্তাটি তাহার মনে উদিত হইল, “হায় । চিকিৎসা-শাস্ত্র রীতিমত অধ্যয়ন না করিয়াই,— অনেকে এই ব্যবসায় গ্রহণ করেন ; ইহা কোন ক্রমেই মঙ্গলজনক নহে,—বরং নিতান্ত অনিষ্টকর ; পক্ষান্তরে, শিক্ষিত চিকিৎসকের প্রতিও অনেকেই দৃষ্টিহীন ; যাহাঁদের অভাবে, গৃহস্থকে প্রতি মুহূৰ্বে বিপন্ন হইতে হয়, সেই পরমোপকারি চিকিৎসকগণ উপযুক্ত প্রাপ্য লাভে বঞ্চিত হন । উহারা অতি >セ○