পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন। দেওনি। পরের ঝি ব’লে কি এত কষ্ট দিতে হয় ? তোমার নিজের ছেলে মেয়েরা দুবার তিনবার খেয়েছে, কিন্তু বউদের পেটে একবারও চারিটি কিছু পড়েনি ! তোমার নূতন বউটির বয়স ত সবে তের বৎসর ; অন্য দুটির বয়সও কুড়ির উপরে উঠেনি। একবার চেয়ে দেখ, লক্ষ্মীদের চাদ মুখ একেবারে শুকিয়ে গিয়েছে। মাগো ! বউ হইলেই, মনে কর, ওদের স্বরস্বতীর মত, বিদ্যাবুদ্ধি থাকবে ; ওদের ক্ষুধাতৃষ্ণ ও আরাম বিরাম থাকবে না ; ওদের প্রাণে রঙ্গরস চায় না ; ওদের সুখ-দুঃখ বোধ থাকবে না ; কখনও ওদের অসুখ-বিসুখ হবে না। ওরা ছেকড়াগাড়ীর ঘোড়ার স্যায় সারাদিন কেবল খাটুবে । এরূপ কেন মা ? বউদিগকে সময় মত খেতে দিও, যত্ন ক’র, অমুখ-বিসুখ হ’লে, কাজ কত্তে দিও না,—ঔষধ খেতে দিও। ওরাও আমাদেরই মত ; ওদের প্রাণেও সুখ চায়, বিশ্রাম চায়, শান্তি চায় ; ওদেরও অসুখ-বিসুখ হয়, খাওয়াপরার ইচ্ছা হয় এবং ভুল চুক্‌ আছে । বউরা ঘরের লক্ষ্মী,—ওরা খুলী থাকলে, তোমার সব বজায় থাকবে । যে ঘরের বউরা সৰ্ব্বদা হাসি খুসী, তথায় লক্ষী সর্বদা বাধা থাকেন। বউদিগকে বেশী পরিশ্রম করিতে এবং ময়লা কাপড় পরিতে দিও, না ; শীতে গায় কাপড় দিতে ব’ল , উহাদের সহিত সময় সময় হাস্ত কৌতুক ক'র ; কখনও মুখ ফুলাইয়া থেক না। ওদের মন ও শরীর যাতে সৰ্ব্বদা ভাল থাকে, তার ব্যবস্থা ক'র— ১৮৭