পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত দর্শন । না—কেবল প্রাণ চাহি ; আমি অর্থব্যয় চাহিনী,--কেবল ব্যাকুলত চাহি ; আমি রীতি-রক্ষ। চাহি না,—অন্তরের ভাব চাহি । রে ভ্রান্ত সেবক, আমাতে তন্ময় না হইলে, তোমার সেবা সম্পূর্ণরূপেই বিফল হয়। ১৪ । অন্নদান ও অতিথিসেবা । নারায়ণ দেখিলেন, অনেক সম্পন্ন লোকও অন্নদান ও অতিথি-সেবায় কাতরতা প্রকাশ করিয়া থাকে। অনন্তর এই চিন্তাটি তাহার মনে উদিত হইল,—হায় ! “অন্নদান যে এক মহাযজ্ঞ”, আদৌ কাহারও এই জ্ঞান নাই ! “অন্নদানাং পরং দানং ন ভূতং ন ভবিষ্যতি,”—অন্নদানের তুল্য দান, কখনও ছিল না, আর হইবে ও না । অন্যদিকে, আবার অতিথিসেবার প্রতিও, প্রায় সকলেই দৃষ্টিহীন । “অতিথি গৃহে উপস্থিত হইলে, সকল দেবতাই উপস্থিত হন এবং সমুদয় তীর্থ ও ব্ৰতাদির পুণ্য লাভ হয়,”—এই ভাবটি আর কাহারও মনে স্থান পায় না । জানি, তুর্ভিক্ষ চারি দিকে বিরাজমান,— কিন্তু, অন্নদান ও অতিথি সেবায় বিমুখত, এবিষয়ে অন্যতম কারণ হইলেও, প্রকৃতকারণ বলিয়া অনুমিত হয় না ; প্রকৃতপক্ষে, এই দিকে লোকের দৃষ্টিহীনতাই, ইহার অধিকতর কাবণরূপে পরিলক্ষিত হয় । হায়! বিলাসিতার জন্য বার্ষিক যে অর্থের ব্যয় হয়, তাহার সিকি অর্থও যদি এই פ"ש צ