পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । উদ্দেশ্বে ব্যয়িত হইত, তবে বহুল পরিমাণে এদেশের উপকার সাধন হইত এবং আমিও, কতই না আহলাদিত হইতাম ! ১৫ । একটা প্রচলিত গুরুতর পাপ । এক পুষ্করিণীতে কতিপয় মানবকে বড়শি দ্বারা মৎস্য ধরিতে দেখিয়া, নারায়ণ চিন্তা করিতে লাগিলেন,—হায় ! এটি যে একটি মহাপাপ, অনেকেই এই জ্ঞান-পরিশূন্ত ! এক সময়েই বিশ্বাসঘাতকতা, আর প্রলোভন, এই দুটি ঘৃণিত ভাব প্রকাশিত হয় ! কোন গৃহাগত নিমন্ত্রিত ব্যক্তিকে, ভোজনকালে হত্যাকর। যেমন মহাপাপ, এরূপ আহুত ও প্রলুব্ধ মৎস্য সমূহ বধ করাও তেমনই পাপ । মৎস্য ভক্ষণের জন্য, এরূপ ব্যাধের বৃত্তি অবলম্বন যে, একটি নিতান্ত ঘৃণিত ও কলুষিত বিষয়, ইহাতে অনুমাত্রও সন্দেহ নাই। যদি ধৰ্ম্মশীল ভারতসন্তানগণ, এই নিষ্ঠুর ও ঘৃণিত পন্থা বিদূরিত করিতে বন্ধ-পরিকর হয়, তবে আমার কতই না আনন্দের বিষয় হয় ! ১৬ 1 গুরুদ্বেষ ও গুরুদেবগণের অধঃপতন । নারায়ণ দেখিলেন, সে গুরু নাই, সেরূপ শিষ্যও নাই। গুরুদ্বেষ ও গুরুগণের অধঃপতন সনদর্শনে মৰ্ম্মাহত হইয়া, তিনি চিন্তা করিতে লাগিলেন, হায় ! গুরুগণ আমার প্রতিরূপ ভিন্ন আর কেহই নহেন ; তাহদের অধঃপতন যেমন মৰ্ম্মভেদী, শিষ্যগণের গুরুদ্বেষও আবার তেমনই দুঃখজনক । S సెe