পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গঙ্গার প্রতি । ( কলিকাতার দৃশ্যমান উন্নতি লক্ষ্য করিয়া) গঙ্গোত্তরী হ’তে, হরষিতমনে, ধরিয়ে কতই নবীন বেশ, কলকল রবে, সত্বর-গমনে, আইলে মী গঙ্গে ! এ বঙ্গদেশ। ত্যজি হরিদ্বার,অযোধ্যা-মিথিলা, কাশী-কনখল, ব্যাকুল প্রাণে ; বঙ্গ-রাজধানী, আসি উত্তরিলা. পূর্ণ ইংরেজের গৌরব-গানে । ধন্ত কলিকাতা, রাজার ভবন, প্রাচ্য ভূখণ্ডের প্রধান স্থান, মনে হয় বিধি করেছে গঠন, বাড়া’তে কেবল তোমারি মান । তব তীরে যত, নগরী বিরাজে, তোমারি মহিমা, ঘোষণা করে, তব তীরবাসী মানব-সমাজে, বিশিষ্ট মানব মেদিনী’ পরে । وی به *