পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন। পরমেশে প্রীতি, স্বধৰ্ম্মে বিশ্বাস, স্বকৃতি-সৌরভ, নাহি এক্ষণ, হৃদিক্ষেত্রে হায় ! নাহি ধৰ্ম্মচাষ, পাপের পাৰ্ব্বণে সবার মন ! ব্যভিচারস্রোত, বহিছে নিয়ত, মিথ্যা, প্রবঞ্চনা, অবাধগতি, ধৰ্ম্ম, সত্য, শৌচ, যেন পদানত, জ্যোতিঃহীন এবে, মানবমতি । সরলতা-আদি, স্বৰ্গীয় ভূষণ, কাহার হৃদয়ে, শোভা না পায়, ভীষণ দানব, নামে প্রলোভন, ভুলায় সকলে, সদাই হায় ! স্বার্থযক্ষ, সদা বদন-বাদানে, মানবে কেমন, গ্রাসিছে হায় ! নির্দোষ-পীড়নে, ন্যায়ের বিধানে কিম্বা দুঃখীপানে, ফিরে না চায় ! সহস্র নিরীহ গো, অশ্ব, ছাগল, কতরূপে আহা ! পীড়িত হয়, স্বার্থপরায়ণ মানব কেবল, আপন সুখের সন্ধান লয় ! 을 伤