পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিণামদশিত। ক্ষণেকের সুখ লভিবার তরে, সপ্তাহ ভরিয়ে, কে র্কাদিতে চায় ? কোথা বা সামান্ত খেলনার দরে, অমূল্য সময়, কাহার বিকায় ? আছে কি নিৰ্ব্বোধ ভিখারী এমন, রাজদণ্ডাঘাত, বাসনা যে করে,— রাজার মুকুট করিতে বহন, কিম্বা পরশিতে, রাজচ্ছত্র করে ? ভারত-সন্তান, ধর উপদেশ– “শান্তি-মুখ” যদি, চাও অবিরাম, যে কোন বিষয়ে, করিবে প্রবেশ, স্থিরভাবে চিস্ত, তার পরিণাম । বাস্তবিক, কলুষিত চরিত্র ভারতসন্তানগণ, একেবারেই পরিণাম চিন্ত করে না ; কেবল রূপের চাক্‌চিক্যে ও বাহ ভাবভঙ্গীতে বিমুগ্ধ হইয়া, বারবনিতার প্রেমে আসক্ত হয়, এবং ইহকাল ও পরকালের সুখে জলাঞ্জলি দেয় । উপদংশ তাহাদের অঙ্গের ভূষণ, আর অভাব, চির সহচর হয় ! তাহ ২২৩