পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । কলিকাতা কত, কনকপুতুল, এরূপ কঁাদিয়ে, যামিনী কাটায়, কত লতা-বধু হয় ছিন্ন মূল, বিদলিত তরু, প্রেম-ঝটিকায় ! . তাই বলি প্রিয়, পুরুষ স্বজন, এই নীতিকথা, শিখ এইবেল, অবৈধ প্রণয়ে, সপিয়ে জীবন, বধিওনা প্রাণে, অবলা দুৰ্ব্বল । হায় ! কেবল কলিকাতাবাসিনী কেন, বহু স্থানের বহু রমণীর এবম্বিধ আক্ষেপধ্বনি, আমার কর্ণকুহরে প্রবেশ করিতেছে! আমি আকুল হইয়া পড়িয়াছি। ভারত-সন্তান, এক দিনের জন্যও চরিত্র কলুষিত করিও না। মদ্যপান ও বেশুসেবা বিষবৎ ত্যাগ কর। এই সকল পৈশাচিক কাৰ্য্যে, তোমরা প্রমত্ত থাকিলে, ভারতের দৈন্ত ও তুর্দশ কিরূপে দূরীকৃত হইবে ? যে দেশে, প্রতি বৎসর লক্ষ লক্ষ লোক অনশনে প্রাণত্যাগ করে, ইন্দ্রিয়সেবায় অর্থ ক্ষয়, সে দেশে শোভা পায় না, সে দেশে, সংযম, সাধুতা ও পরার্থপরতার প্রয়োজন । २२१