পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । দৌলত ও প্রাসাদের ন্যায় বাসভবন, দাসদাসী, দ্বারবান ও পাচক ব্রাহ্মণ, কোন বিষয়েরই অভাব নাই ; সৰ্ব্বাঙ্গ কনকময় অলঙ্কার দ্বারা সুশোভিত । তাহার পোষ্যকন্যা গ্রহণ করিয়া, বংশাবলী রক্ষা করে । কন্য, ঃপ্রাপ্তা হইলে, খড়েগর সহিত বিবাহিত হয় এবং দেহ-বিক্রয় দ্বারা অর্থোপার্জনে নিযুক্ত হয়! হায়! দেশের কুসন্তান ও সমাজের কলঙ্ক, নরপিশাচ ধনবান ব্যক্তিগণ, তাহাদের যাবতীয় খরচ বহন করে। হায়! কত লোক যে বেশ্বাসেবী, তাহা গণন করা সুকঠিন । সামান্ত বেতন ভোগী কেরাণী হইতে, উচ্চ রাজ কৰ্ম্মচারী পৰ্য্যন্ত, অনেকেই এই শ্রেণী ভুক্ত ! হায় ! কি আর বলিব ! পূজক ব্রাহ্মণগণ পৰ্য্যন্তও বেশ্বা-পরায়ণ ; দেবালয়ে, দেবতার নিকট উৎসর্গীকৃত অধিকাংশ মিষ্টান্ন, অনেক স্থলেই, বেশ্যালয়ে প্রেরিত হয় । দেবালয়-স্বামি, এ তত্ত্ব জান কি ? হায় ! এসকল দৃশ্য দর্শন করিয়া, আমি বিষাদসাগরে নিমগ্ন হইয়াছি ! আমার সৰ্ব্বাঙ্গ অবশ হইয়া আসিতেছে ! হায় ! মা ! তাইত বলিতেছি, এ দেশ, আর সে দেশ নহে, এ এক অভিনব দেশ ; এ দেশ আর সে ঋষিগণের লীলাস্থল নহে, তাহাদের কুলাঙ্গারগণের প্রিয় নিকেতন । এই সকল চিন্তার পর, নারায়ণ, এক বৃদ্ধ স্ত্রীলোকের মূৰ্ত্তি ধারণপূর্বক, এক প্রহর রাত্রির পর, বারবনিতা পল্লীতে উপস্থিত হইলেন ; দেখিলেন, জনতা-প্রবাহ ছুটিয়াছে ; দ্বিতল ও ত্রিতল ভবন ২২৯