পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন রাজা । বেশ, ভাল করিয়াছ । ব্রাহ্মণ । মহারাজ, তলব কি জন্য ? রাজা । তোমার ব্রহ্মোত্তর-জমি কত বিঘা ? ব্রাহ্মণ । পঞ্চাশ বিঘা ৷ রাজা । কাগজ-পত্র কিছু আছে ? ব্রাহ্মণ । না। আপনার বৃদ্ধ প্রপিতামহ নারায়ণ রায়, ইহা অামাদিগকে প্রদান করেন । ইহা দ্বারাই আমাদের ভরণ পোষণ ও বার্ষিক ক্রিয় কৰ্ম্মের ব্যয় নির্ববাহ হয়। রাজা । এই ব্রহ্মোত্তর বাজেয়াপ্ত হইবে । ব্রাহ্মণ । তবে হামাদের উপায় ! রাজা উপায়, ভগবান। এখনই “ইস্তাফা নামা” লিখিয়া দ্বাও । তাহ ন হইলে, বিশেষ উৎপীড়ন হইবে । রাজার কথা শ্রবণ করিয়া, ব্রাহ্মণ কাদিতে লাগিলেন । এই সময়, নারায়ণ, সন্ন্যাসি-বেশে, রাজ-সমীপে উপস্থিত হইয়া, তাহাকে সম্বোধন-পূর্বক বলিতে লাগিলেন, মহারাজ ! আপনি না একজন ধাৰ্ম্মিক লোক বলিয়া, পরিচিত ! আপনি না ধৰ্ম্ম-সভার সভ্য ! আপনি না হিন্দু-সমাজের নেতা ! আপনি না তীর্থ-স্থানে অধিকাংশ সময় বাস করেন ! আর কেন, মহারাজ, যথেষ্ট হইয়াছে ! ব্রহ্মোত্তর বাজেয়াপ্ত করিয়া, প্রায় পঞ্চাশ হাজার টাকা আয় বৃদ্ধি করিয়াছেন, এখন প্রকৃত মূৰ্ত্তি ধারণ করুন, কপটতাকে আর ধৰ্ম্মের আবরণে আচ্ছাদিত রাখিবেন না । মহারাজ, এরূপ ভাব, ধৰ্ম্মের অঙ্গীভূত নহে; আপনার সন্ধ্যা-পূজা 5 ωψ