পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । একদিন নারায়ণ, বিবিধ চিস্তনে, বসিলেন, কমলার পাশে, পৃথিবীর দুঃখরাশি, ত্বর পরকাশি, অর্ণধারিল, অন্তর-আকাশে । কমলার হলো দয়া, হেরি দুঃখ-ছায়া, কহে, “নাথ, চিন্ত কি কারণ ? অপূর্ব কুহুম দুটি, সুরভি সুন্দর, মর্ত্যলোকে, করুন স্বজন । যেখানে থাকিবে সতী, আর সতী-নাথ দুঃখ নাহি, রুহিবে তথায়, মধু-মরূদ্যান হবে, মৰ্ত্ত্য-মরু-ভূমে মুখরিত, সঙ্গীত-সুধায়।” শুনিয়া প্রিয়ার বাণী, প্রভু বিশ্বনাথ, ধীরে ধীরে, কহে পিতামহে, “শান্তি নাই ধরাধামে, নিত্য হাহাকার, প্রাণে আর কেমনে বা সহে ! নন্দনের আলো করা, কুসুম-রতন, ধরাধামে, করুন প্রেরণ, পবিত্র প্রভাবে তার, যাবে দুঃখ-ভার, ধরা হবে, সুখের ভবন ।” tు స్త్రీ