পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । তাই প্রভু পিতামহ, স্বরগের ফুল, আনিলেন, এই মর্ত্যধামে, প্রেমিক প্রেমিক দিব্য, সাধু নরনারী, মুগ্ধমতি, শ্ৰীগোবিন্দ নামে ! ধন্য হ'ল ধরাতল, সাধুর জনমে, সতী বামে, কি শোভা সুন্দর ! চেয়ে দেখ স্বৰ্গবাসী, দেব-দেবীগণ, এস হেথা, গন্ধৰ্ব্ব-কিন্নর ! দয়া ত করিলে প্রভু, মর্ত্যবাসি-জনে, তবু আশা, অন্তরে প্রবল, নন্দনের পাখী আনি, পুরাও অবনী, শুনি সুখে, সঙ্গীত-মঙ্গল । অনন্তর, এই চিন্তা, তাহার মনে উদিত হইল, “আহা ! এই চিন্তামণি ও র্তাহার স্বামী, ‘সতী ও পতির প্রতিরূপ ভিন্ন, আর কেহই নহেন ! ইহাদের চরিত্র কেমন মধুর ! ভারত-ভূমি ! তোমার গৃহে গৃহে, এরূপ দম্পতীর আবির্ভাব হয় না কেন মা ! পণ্ডিতগণ বলেন : — - যস্য ভাৰ্য্যা গুণজ্ঞাচ ভৰ্ত্তারমলুগামিনী, অল্পীল্পেন তু সন্তুষ্টা সা প্রিয়া ন প্রিয়া প্রিয়া । যে স্ত্রী পতির গুণগ্রাহিণী, অমুগামিনী এবং অল্পেই সস্তুষ্টা, Øዳ